Terms & condition
"নিজে বুঝুন ও অন্যকে বুঝান"
"এইভাবে যাবে দিন শিক্ষার আলোতে"
এই আর্টিকেল গুলো বিভিন্ন ধরনের বিষয় ও থথ্য মূলক জ্ঞান দ্বারা আবির্ত ভাবে তৈরি করা হয়েছে। আমার এই ওয়েবসাইট তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে যে সবাইকে নতুন নতুন জ্ঞানে ও শিক্ষার আলোতে আলোকিত করা। তাই আমার ওয়েসসাইট থেকে আপনেরা যদি কিছু শিখতে পারেন। তাহলে সেই সুযোগটি সবার জন্য পরিহার্য করে দিবেন। যাতে করে সবাই জ্ঞানের আলোতে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারে। আমি কিছু নিম্ন বিষয় নিয়ে কথা বলতে চাইছি আমার পোস্ট গুলো পড়ে সবাইকে মক্তব্য জানানোর জন্য আহবান জানাচ্ছি।
১। www.stylishsm.com এই ওয়েবসাইটে যেগুলো পোস্ট আছে তা সব গুলো বাছাইপূর্বক লেখা ও সব পোস্ট এই www.stylishsm.com ওয়েবসাইটের। তাই এই ওয়েবসাইটে যেসকল আর্টিকেল, পোস্ট বা পেজ আছে তা অন্য কোনো জাইগায় কপিরাইট করে প্রকাশ করা সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।
২। এই ওয়েবসাইটে যেসকল আর্টিকেল, পোস্ট বা পেজ আছে সেগুলো আধিকাংশ ক্ষেত্রে বাংলা ও ইংরেজি সকল অনুবাদ দ্বারা আবির্তিত করা আছে। সেজন্য কোনো আর্টিকেল যদি কখনো কারো ওয়েবসাইটের সাথে মিলে যায়। তাহলে অবশ্যই সাথে সাথে মালিককে জানানোর চেষ্টা করবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনার সাথে সেই মিলে যাওয়া পোস্ট বা আর্টিকেল ডিলিট করে দেওয়া হবে।
আপনার একটি লেখা আর্টিকেল আপনি কখনো চাইবেন না যে অন্য কেউ সেটি নিজের প্রকাশিত করুক। সে জন্য ওবসাইটের এডমিনের সাথে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
৩। স্টাইলিশ এস এম ওয়েবসাইটে প্রত্যেকটি আর্টিকেল বিভিন্ন ধরনের তথ্য নিয়ে লেখা আছে। আমি নিজে নতুন নতুন তথ্য খুঁজে বের করি তার পর রিসার্চ করে তথ্যমূলক আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করি। এ জন্য ভুল করে কারো লেখা যদি মিলে যায় তাহলে অবশ্যই এডমিনকে জানানোর চেষ্টা করবেন।
৪। আমার ওয়েবসাইটে সবগুলো আর্টিকেল আমার নিজের সাথে ও বিভিন্ন ধরনের জ্ঞান ও তথ্য নিয়ে লেখা আছে। সেক্ষেত্রে আমার লেখা আর্টিকেল কেউ কপিরাইট করবেন না। যদি আমি কোনোভাবে বুঝতে পারি যা আপনি আমার লেখা আর্টিকেল কপি করেছেন। তাহলে আমি অবশ্যই গুগলের কাছে আপনার নালিশ দিবো ও আপনার বিরদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমি ব্যাধ থাকেবো।
৫। অযথা ও আজেবাজে যেকোনো আর্টিকেল বাংলা বা ইংরেজি একসাথে লেখা যাবে না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি বাংলা ও ইংরেজি মিশ্রণ করে লিখতে পারবেন। তবে খেয়াল রাখবেন আর্টিকেল গুলো যেন মানসম্পূর্ণ হয়।
৬। আর্টিকেল লেখার ক্ষেত্রে টেকনিক্যাল যেসব নিয়ম-কানুন ট্রামগুলো রয়েছে সে গুলো করা থেকে নিজেকে বিরতি রাখেবন। টেকনিক্যাল আর্টিকেল লেখার সময় যেসব ট্রামগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই সুন্দর করে ইংরেজিতে অথবা শুদ্ধ বাংলা ভাষায় লেখার চেষ্টা করবেন। তাহলে কোনো সমস্যা হবে না।
৭। যেকোনো ধরনের সফটওয়্যার এর মাধ্যমে কিজেন সিরিয়াল বা ক্রাক কোনো বিষয়ে পোস্ট করা যাবে না। এই ধরনের পোস্ট বা আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার অনুমিতি দিতে পারবো না।
৮। অপরাধ যুক্ত সাইবার ক্রাইম,হ্যাকিং,ফিশিং, সেক্সযুক্ত কোনো আর্টিকেল লেখা যাবে না। এই ধরনের আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার পারমিশন কখনো দিবো না। তাই এই সব পোস্ট বা আর্টিকেল থেকে আপনাকে দূরে থাকতে হবে।
৯। আপনি আপনার নিজে হাতে লেখা আর্টিকেল নিজের ওয়েবসাইটে পাবলিশ করুন। অন্যের ওয়েবসাইটের লেখা আর্টিকেল বা পোস্ট কপি করে নিজের ব্লগ সাইটে পাবলিশ করা থেকে বিরতি থাকুন। কোনো লেখা কপি করলে আপনি হয়তো বড় ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন।
তাই কপি করা থেকে বা কপি করা পোস্ট থেকে দূরে থাকুন।
১০। ওয়েবসাইটে কোনো ধরনের পয়েন্ট বা ভিজিটর বাড়ানোর উদ্দেশ্যে এফেলেট ফাইল অথবা হোস্টেল লিংক ব্যবহার করে শর্ট লিংক ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। এ জন্য এই সব কাজ করা থেকে আপনেরা সব সময় বিরতি থাকবেন। তবে আপনার উদ্দেশ্যে আপনি বিভিন্ন ধরনের গেমস, বা সফটওয়্যার কিংবা যেকোনো প্রোডাক্ট পেজের লিংক রয়েছে।
সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই সব ব্যবহার করতে না চান। তাহলে আপনি নন এফিলেট হোস্টিং ব্যবহার করতে পারবেন।
১১। আপনি শুধু শুধু ব্যবসার উদ্দেশ্যে বা নিজ স্বার্থে কোন ধরনের বিজ্ঞাপনী আর্টিকেল পাবলিশ করা থেকে একেবারে দূরে থাকবেন। এই আপনার ভাল জন্য বলছি আপনেরা যারা যারা এই ধরনের পোস্ট পাবলিশ করেছেন। দোয়া করে ডিলিট করে দিন।
আপনি চাইলে সব ধরনের প্রোডাক্ট বা পণ্যর কার্যক্রম তাদের অনুমিতি ছাড়া আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন না। আসা করি বিসয়টা আপনি ভালকরে বুঝতে পেরেছেন।
১২। আজে-বাজে বা অযুক্তি বা কপিরাইট আইন ভঙ্গ করে কোন ধরনের ছবি বা ইমেজ বা লেখালেখি একেবারেই করা থেকে বিরতি থাকবেন। তার সাথে সাথে এটাও মেনে চলতে হবে যে কোনো ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক পেহ্মাপটকে কোনভাবে আঘাত করে কোন কিছু লিখা বা আর্টিকেল পোস্ট করা যাবে না।
আমি আসা করবো যে আপনি আমার দেওয়া সব তথ্য গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। ( ধন্যবাদ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url