About us
আমি, শামু মল্লিক ( সাজিদ ) এই আমার ওয়েবসাইট ( www.stylishsm.com ) ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করে আসছে। যেমনঃ স্বাস্থ্য, চিকিৎসা, ব্যবসা, খেলাধুলা,প্রযুক্তি, শিক্ষা, ও ধার্মিক তথ্য সহ বিভিন্ন ধরনের পোস্ট ও নিউজ সম্পর্কে।
আমার মধ্য যেগুলো কাজ করার সহনশীলতা কোনো বিষয় নিয়ে জীওনে এগিয়ে যাবা আমি সেই বিষয়গুলো ও কাজ গুলো সবার মধ্য ছড়িয়ে দিতে চায়। তাই আমি অনেক সহনশীলতার সাথে বলতে যাচ্ছে যে আমার ওয়েবসাইটের পোস্ট গুলো পড়ে আপনাদের যদি ভাল লাগে। তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটটি প্রতিদিন পড়ার ও ভিজিট করার চেষ্টা করবেন। আসা করি আপনি আমার পোস্ট পড়ে আপনি নিরাশ হবেন না।
আমি এজন্য বলছি যে আপনি যদি আমার পোস্টগুলো প্রতিদিন পড়েন ও কমেন্ট করেন নতুন কিছু পড়ার বা শিখার জন্য। তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো যে আপনার মনের মত পোস্ট লিখতে। এতে করে আমরা আরো নতুন কিছু লেখার উৎসাহ পেয়ে থাকি।
আপনাদের মনে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানবেন। ও আমি সর্বদা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ও নতুন নতুন আর্টিকেল লেখার। সবাই ভাল থাকবেন ও দোয়াতে মনে রাখবেন।
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url