খাসির মাংস নরম করার প্রদ্ধতি - খাসির মাংস রান্না করতে কি কি লাগে? বিস্তারিত জেনে নিন?

আজকে আমরা জানবো যে রান্না করার ক্ষেত্রে স্পেল খাসির মাংস নরম করার প্রদ্ধতি গুলো কি কি হয়ে থাকে। যেটির কারণে খাসির মাংস এতো স্বাদ হয়। ও তার সাথে সাথে এটাও জানবো যে খাসির মাংস রান্না করতে কি কি লাগে আরো সুস্বাদু করার জন্য। আসুন জানি? 

ভূমিকাঃ

আমরা সপ্তাহে একদিন হলেও খাসির মাংস বাড়িতে রান্না করে খাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যেই রকম চাই সে রকম হয় না মাংস রান্না করা। যেটির কারণে মাংসে স্বাদ আসে না। খাসির মাংস রান্না যদি মনের মত না হয়। তাহলে শুধু খাওয়া হয়। মুখে কোনো ধরনের স্বাদ আসে না।

খাসির-মাংস-নরম-করার-প্রদ্ধতি
খাসির-মাংস-নরম-করার-প্রদ্ধতি   

তাই আসুন জেনে রাখি যে, সুস্বাদু এই খাসির মাংস নরম করার প্রদ্ধতি গুলো কি কি হয় যেটি ব্যবহার করলে খাসির মাংস সুস্বাদু হয়ে ওঠে। ও তার সাথে সাথে এটাও জানুন যে এই খাসির মাংস রান্না করতে কি কি লাগে ও কি ধরনের মসলা দিতে হয় খাসির মাংসে। নিম্নে বিস্তারিত......।

খাসির মাংস নরম করার প্রদ্ধতিঃ

খাসির মাংস নরম করার বেশ কয়েকটি ঘরোয়া এবং কার্যকর উপায় অনুসরণ করতে পারেন। নিচে খাসির মাংস নরম করার কিছু সহজ প্রক্রিয়া উল্লেখ করা হলোঃ

  •  মেরিনেশনঃ

  1. মাংস নরম করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো মেরিনেট করা। মাংস কাটার পর দই, পেঁপে বাটা, আদা-রসুন বাটা, লেবুর রস এবং মশলা দিয়ে এক জাইগায় রেখে দিন।
  2. পেঁপে বাটা ব্যবহার করলে এতে প্রাকৃতিক এসিড থাকে, যা মাংস দ্রুত নরম করতে সাহায্য করে।
  3. মেরিনেট করার সময় কমপক্ষে ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।বেশিক্ষণ ফ্রিজে রাখলে মাংস আরও নরম হবে।

  • প্রেসার কুকার ব্যবহারঃ

  1. প্রেসার কুকারে সিস দেওয়া মাংস দ্রুত নরম হয়। এতে কম সময়ের মধ্য মাংস সেদ্ধ হয় এবং মশলা ভালোভাবে মাংসের গায়ে মিশে যায়।

  •  পেঁয়াজ ও তেলের ব্যবহারঃ

  1. খাসির মাংস রান্নার সময় পরিমাণ থেকে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করবেন। কারণ পেঁয়াজ মাংসকে নরম ও রসালো করে তোলে। রান্নার করার সময় মাংসকে হালকা আঁচে তেল এবং মশলা দিয়ে ভাজতে থাকুন এটি মাংসকে নরম করে।

  •  গরম পানি ব্যবহারঃ

  1. খাসির মাংস নরম করতে চাইলে সবার আগে মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানি দিলে মাংস শক্ত আকার ধারণ করেন।

  •  ভিনেগার বা লেবুর রসঃ

  1. খাসির মাংস রান্নার সময় মাংসে অল্প পরিমাণ ভিনেগার বা লেবুর রস মাংসের সাথে মেশালে মাংস দ্রুত নরম হয়ে যায়। তবে বেশি ব্যবহার করবেন না নাহলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়।

খাসির মাংস নরম করার জন্য মেরিনেশন, প্রেসার কুকার ব্যবহার, এবং সঠিক পদ্ধতিতে রান্না করা সবচেয়ে কার্যকর। এই উপায়গুলো অনুসরণ করলে মাংস নরম, রসালো এবং সুস্বাদু হবে।

খাসির মাংস রান্না করতে কি কি লাগেঃ

খাসির মাংস রান্না করতে হলে সবার আগে ভালমানের মাংস প্রয়োজন হয়। তারপর সেটি রান্না করার জন্য মসলা, তেল, এবং পেঁয়াজসহ কিছু সাধারণ উপকরণ লাগে। খাসির মাংস রান্নার জন্য ৩-৪টি পেঁয়াজ (কুচি করা), আদা-রসুন বেটে তার মধ্য টক দই, হলদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিতে হয়। মাংস ভালোভাবে মেশানোর পর তার মধ্য চাইলে হালকা লবণ এবং সামান্য গরম মসলাও ব্যবহার করতে পারেন। যেমনঃ ১২ মসলা ভেজে বাটা এবং তেজপাতা। মাংস রান্নার জন্য তেল বা ঘি করবেন যা মাংসকে সুস্বাদু করে তোলে।

আরো পড়ুনঃ গরুর মাংস খেলে আমাদের শরীরে কতটা ক্যালোরি ও শক্তি বাড়ে জেনে রাখুন?

খাসির মাংস নরম করার প্রদ্ধতি মেনে মাংস নরম এবং রসালো করতে দই বা কাঁচা পেঁপে বাটা যোগ  করতে পারেন। মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করলে মাংস শক্ত হয় না। তাই সঠিক উপকরণ এবং পদ্ধতি অনুসরণ করে খাসির মাংস রান্না করলে এটি সুস্বাদু, মশলাদার করে তোলে। যা ভাত, পোলাও বা রুটির মজার সাথে খাওয়া যায়।

খাসির মাংসের রেসিপিঃ

খাসির মাংস সবার কাছে জনপ্রিয় এবং সুস্বাদু খাবার, যা বিশেষ করে উৎসব বা বিশেষ দিনে রান্না করে থাকে মানুষ ঘরে ঘরে। তার কিছু উপকরণ নিম্নে দেখুন?

  • প্রয়োজনীয় উপকরণঃ

খাসির মাংসঃ ১ কেজি (ভাল মানের)
পেঁয়াজঃ ৪-৫টি (কুচি)
আদা বাটাঃ ১  চামচ
রসুন বাটাঃ ১  চামচ
টক দইঃ ১/২ কাপ
লবণঃ স্বাদ অনুযায়ী দিবেন
হলুদ গুঁড়োঃ ১ চামচ
মরিচের গুঁড়োঃ ১ চামচ
ধনিয়া গুঁড়োঃ ১ চামচ
জিরা গুঁড়োঃ ১ চামচ
গরম মসলাঃ ১ চামচ
তেজপাতাঃ ২-৪টি
তেল বা ঘিঃ ১/২ কাপ
গরম পানিঃ প্রয়োজনমতো

  • রান্না করার প্রদ্ধতিঃ

  1. মাংস রান্না করার আগে ভালোভাবে মাংস ধুয়ে নিন। তারপর আদা-রসুন পেষ্ট, টক দই, হলুদ, লবণ এবং অল্প মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসকে মাখিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢেকে রাখুন।
  2. তারপরে একটি পাত্রে তেল বা ঘি দিন। তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, এবং লবঙ্গ দিয়ে ফোড়ন দিন জাবত মাসলা দিন। এরপর কুচি কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
  3. রেখে দেওয়া মাংস গুলো পাত্রে দিয়ে নাড়তে থাকুন। মাংসের সাথে আপনি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং গরম মসলা যোগ করতে পারেন।
  4. মাংসে পানি দিন আর কষাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের না হচ্ছে বা মাংসে কালার আসছে না। মাঝারি আঁচে মাংস নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না করা  শেষ হলে তার মধ্য ধনেপাতা দিয়ে সাজিয়ে নিতে পারেন। তারপর এটি ভাত, পোলাও বা রুটির সাথে আপনি খেতে পারবেন।
এই পদ্ধতিতে খাসির মাংস রান্না করলে  সুস্বাদ হয়ে ওঠে। এটি বিশেষ দিন বা পারিবারিক আয়োজনের জন্য আদর্শ একটি খাবার।

খাসির মাংসের ভুনাঃ

খাসির মাংসের ভুনা এটি বাঙালির বিশেষ একটি পছন্দের খাবার। এই খাসির মাংস বিবাহ বা বিশেষ অনুষ্ঠানে রান্না করতে ভালবাসে সবাই। খাসির মাংস মসলা দিয়ে এবং ধৈর্যের সাথে রান্না করলে খাসির মাংসের ভুনা অসাধারণ স্বাদ বয়ে আনে সবার মুখে। সবার আগে মাংস ভাল করে ধুয়ে নিন। তার পর জাবত সব মসলা ব্যবহার করুন। আপনি চাইলে প্যাকেট মসলা ব্যবহার করতে পারেন। এরপর মসলার সাথে মাংসন ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত রেখে দিন।

আরো পড়ুনঃ উটের মাংস খেলে কি হয় ও এই মাংস হালাল না"কি হারাম বিস্তারিত জেনে নিন?

তারপরে একটি পাত্রে তেল বা ঘি গরম করুন। তাতে তেজপাতা, দারুচিনি, ফোড়ন দিন। এরপর পেঁয়াজ যোগ করে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। রেখে দেওয়া মাংস পাত্রে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে দিন। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মসলা গুঁড়ো হালকা করে উপর থেকে দিতে পারেন। মাংস থেকে পানি বের হওয়া শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে মাংসে পানি দিয়ে কষতে থাকুন।

যদি মাংস নরম না হয়, তবে অল্প গরম পানি যোগ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস নরম এবং মশলা মাংসের সাথে মিশে গেলে আঁচ বাড়িয়ে দিন। মাংস ভুনা হলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন মাংসের উপর। তারপর এটি আপনি ভাত, পোলাও বা রুটির সাথে খেতে পারবেন।

আলু দিয়ে খাসির মাংস রান্নাঃ

আলু দিয়ে খাসির মাংস রান্না বাঙলির কাছে বেশ একটি মজাদার খাবার। এটি রান্নার জন্য খাসির মাংস ধুয়ে তার মধ্য জাবত মসলা মিশিয়ে ৩০ মিনিট ধরে রেখে দিন। এরপর একটি পাত্রে তেল গরম করে নিন। তেলের মধ্য তেজপাতা, দারুচিনি, ফোড়ন দিন। তারপর পেঁয়াজ ভেজে নরম এবং হালকা বাদামি করে নিন।

আলু-দিয়ে-খাসির-মাংস-রান্না
আলু-দিয়ে-খাসির-মাংস-রান্না 

পেঁয়াজ ভাজা হয়ে গেলে রেখে দেওয়া মাংস পাত্রে ঢেলে দিয়ে মাঝারি আঁচে আপনি দিয়ে কষান। মাংস বাদামি কালার ভাব নিলে এতে সেদ্ধ আলু যোগ করুন। এরপর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এবং গরম মসলা দিয়ে সব মসলা ভালোভাবে মিশিয়ে দিন। মাংস ও আলু নরম না হওয়া পর্যন্ত পানি দিয়ে ঢেকে রাখুন।

খাসির মাংস নরম করার প্রদ্ধতি আপনার জানা থাকলে এই খাবারটি আপনি ভাত, পোলাও বা রুটির্নিসাথে স্বাদ ইয়ে খেতে পারেন।

খাসির মাংসে কি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ঃ

খাসির মাংস তারতারি সেদ্ধ করতে হলে তার মধ্য আপনি টক দই, বা ভিনেগার ব্যবহার করতে পারেন যা বেশ অত্যন্ত কার্যকর। কাঁচা পেঁপে বেটা মাংসে দিলে মাংসের প্রোটিন ভাঙতে সাহায্য করে। যা মাংসকে তাড়াতাড়ি নরম করে তোলে। টক দই মাংসের আঁশ নরম করতে ব্যবহার করা হয়। এ ছাড়া আপনি রান্নার সময় মাংসে অল্প ভিনেগার দিলে মাংস দ্রুত সিদ্ধ হয়।

আরো পড়ুনঃ তেঁতুল খেলে কি হয় ও এটি খেলে আমাদের শরীরের কতটা উপকার হয় জেনে নিন?

এছাড়া, আপনি মাংস সেদ্ধ করার জন্য পেসার কুকার ব্যবহার করতে পারেন। রান্নার সময় সবসময় গরম পানি ব্যবহার করুন মাংসে। কারণ, ঠান্ডা পানি যোগ করলে মাংস শক্ত আকারে দেখা যায়জাতাই আপনি যদি এই নিয়ম মেনে খাসির মাংস রান্না করতে পারেন। তাহলে আপনার রান্না প্রশংসা সবাই করবে।

খাসির মাংস খেলে কি ক্ষতি হয়ঃ

খাসির মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে ফেললে এটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। রিসার্চ করে দেখা গেছে যে খাসির মাংসে উচ্চমাত্রায় স্যাচুরেটেড ফ্যাট দেখা যায়। যা অতিরিক্ত খেলে আমাদের শরীরের কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি আসার সম্ভবনা থাকে। এটি আমাদের শরীরের রক্তচাপ বাড়ানোর কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য।

আরো পড়ুনঃ রাতে দুধ খেয়ে ঘুমালে কি উপকার হয় আমাদের শরীরে ও প্রোটিনের মান জেনে নিন?

এছাড়া, খাসির মাংসে প্রোটিন বেশী থাকার কারণে এটি অতিরিক্ত খেলে হজমের সমস্যা, বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। যারা অ্যাসিডের সমস্যায় ভুকছেন তাদের জন্য খাসির মাংস অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ কারণ হতে পারে। 

তাই, খাসির মাংস পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যাভ্যাসের মান দেখে খাওয়া উচিত। এছাড়া, খাসির মাংস নরম করার প্রদ্ধতি মেনে নেওয়ার সময় তেল কম এবং কম মসলা ব্যবহার করলে এটি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠবে।

লেখকের মক্তব্যঃ

আসা করি যে আপনি বুঝতে পেরেছেন সুস্বাদু খাসির মাংস নরম করার প্রদ্ধতি গুলো কি কি হয়। এজটি ব্যবহার করে মাংস নরম করে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে খাসির মাংস রান্না করতে কি কি লাগে।

প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন.................. www.stylishsm.com



আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )


























এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url