ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস - ভিভো V21 বাংলাদেশ প্রাইস কত? জেনে নিন?
আজকে আমরা জানবো যে আমাদের আশে পাশে থাকা এই ভিভো মোবাইল কেন এত অসাধারণ হচ্ছে। ও তার সাথে সাথে এটাও জানবো যে এই ভিভো V21 বাংলাদেশ প্রাইস কত টাকা? আসুন জানি?
ভূমিকাঃ
আজকের দিনে বেশীর ভাগ দেখা যায় যে ছেলে হোক কিংবা মেয়ে সবার হাতে এই ভিভো ফোন রয়েছে। কেন এই ফোনের ডিমান্ড রয়েছে মার্কেটে।
ভিভো-মোবাইল-বাংলাদেশ-প্রাইস-কত-টাকা |
তাই জেনে রাখি যে এই ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস মোট কত টাকা পড়ছে। ও এর সাথে সাথে এটাও জানুন যে ভিভো V21 বাংলাদেশ প্রাইস কত টাকা? নিম্নে সব কিছু বিস্তারিত......।
ভিভো মোবাইল বাংলাদেশ প্রাইস কত টাকাঃ
বাংলাদেশে ভিভো মোবাইলের দাম মডেলভেদে বিভিন্ন রকম হয়। কিছু সাধারণ ভিভো মডেলের দাম উল্লেখ করা হলো। বাজেট ফ্রেন্ডলি ফোন যেমনঃ Vivo Y02 এর দাম প্রায় BDT 10,999। মিড-রেঞ্জ মডেলগুলো, যেমনঃ Vivo Y33T, এর দাম BDT 23,990 এর আশেপাশে থাকে। উচ্চমানের ফোন যেমনঃ Vivo V27 5G এর দাম প্রায় BDT 54,999, এবং ফ্ল্যাগশিপ মডেল Vivo X Fold2 এর দাম প্রায় BDT 160,000।
এই বৈচিত্র্যময় মডেল ও দামের কারণে ভিভো মোবাইল সব ধরনের ব্যবহারকারীদের জন্য মানানসই, যারা বিভিন্ন বাজেট অনুযায়ী ফোন কিনতে চান তারা এই গুলো একটা বেছেঁ নিতে পারেন।
ভিভো V21 বাংলাদেশ প্রাইসঃ
বাংলাদেশে ভিভো V21 এর দাম সাধারণত BDT 40,000 থেকে BDT 45,000 এর মধ্যে থাকে, যা নির্ভর করে মডেল এবং দোকানভেদে কিছুটা পার্থক্য হতে পারে। ভিভো V21 একটি মিড-রেঞ্জ স্মার্টফোন, যা বিশেষত এর উন্নত ক্যামেরা, ৫জি সুবিধা, এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য জনপ্রিয়। ফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং AMOLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করে।
এই দামে ভিভো V21 মিড-রেঞ্জ ক্যাটাগরির একটি চমৎকার বিকল্প, বিশেষত যারা ফটোগ্রাফি এবং ভালো পারফরম্যান্স করতে পারে এই ভিভো ফোন।
ভিভো Y21 বাংলাদেশ প্রাইস কতঃ
বাংলাদেশে ভিভো Y21 এর দাম বর্তমানে BDT 15,999। এই স্মার্টফোনটি মিড-রেঞ্জ বাজেটে ভালো পারফরম্যান্স এবং ফিচার প্রদান করে। ফোনটিতে রয়েছে ৪ জিবি RAM এবং ৬৪/১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা ফোনটিকে দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী করে তোলে। এছাড়াও, ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যা সাধারণ ছবি তোলার জন্য যথেষ্ট কার্যকর হিসাবে কাজ করে।
ভিভো Y12 বাংলাদেশ প্রাইস কতঃ
বাংলাদেশে ভিভো Y12 এর দাম সাধারণত BDT 14,990। এই স্মার্টফোনটি ৩ জিবি RAM এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এতে রয়েছে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ প্রদান করে। ফোনটির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৬.৩৫ ইঞ্চি ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ (১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা সহ), এবং Helio P22 প্রসেসর, যা স্বাভাবিক ব্যবহারের জন্য যথেষ্ট কার্যকর।
ভিভো মোবাইলে ক্যামেরা সামনে কতঃ
ভিভো মোবাইলের মডেলভেদে সামনের (সেলফি) ক্যামেরার মেগাপিক্সেল ভিন্ন হয়। উদাহরণস্বরূপঃ
- Vivo Y21 মডেলে সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
ভিভো-মোবাইলে-ক্যামেরা-সামনে-কত |
- Vivo V21 মডেলটি উন্নত সেলফি ক্যামেরার জন্য পরিচিত, যেখানে সামনের ক্যামেরা ৪৪ মেগাপিক্সেল।
- Vivo Y12 মডেলে সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
প্রতিটি মডেলের ফিচার এবং ক্যামেরার মান ভিন্ন হতে পারে, যা ভিভো মোবাইলের বিভিন্ন দামের উপর নির্ভর করে।
ভিভো মোবাইলে ক্যামেরা পিছনে কতঃ
ভিভো মোবাইলের পেছনের ক্যামেরার মেগাপিক্সেল মডেলভেদে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ:
- Vivo Y21 মডেলে পেছনের ক্যামেরা হলো ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
- Vivo V21 মডেলে পেছনের ক্যামেরা সেটআপ আরও উন্নত, যেখানে ৬৪ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
- Vivo Y12 মডেলে পেছনে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল অন্যান্য সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
প্রতিটি মডেলের ক্যামেরার মান ও ফিচার আলাদা, যা ফোনের বাজেট এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়।
ভিভো ফোনের মোট কত গুলো মডেল রয়েছেঃ
ভিভো ফোনের প্রায় অনেক গুলো মডেল রয়েছে বাজারে বিভিন্ন ফোন বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের রয়েছে। আসুন কিছু ভিভো ফোনের মডেল জানা যাকঃ
- Vivo Y02: BDT 10,999
- Vivo Y28 4G: BDT 20,999
- Vivo Y200t: BDT 22,990
- Vivo Y58: BDT 28,990
- Vivo V27 5G: BDT 54,999
- Vivo V40 5G: BDT 62,999
- Vivo X100 Ultra: BDT 110,000
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url