কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয় - কীভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়? বিস্তারিত জেনে নিন?
আজকে আমরা জানবো যে কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয় বাংলাদেশ থেকে। ও তার সাথে সাথে এটাও জানবো যে কীভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় অনলাইন সারভার থেকে। আসুন জানি?
ভূমিকাঃ
বাংলাদেশের অনেক মানুষের স্বপ্ন থাকে যে সে একবার হলেও ইন্ডিয়ায় যাবে ঘুরতে বা চিকিৎসা করতে।সেটির জন্য সবার আগে ইন্ডিয়ান ভিসা প্রয়োজন হয়ে থাকে।
কীভাবে-ইন্ডিয়ান-ভিসা-চেক-করতে-হয় |
তাই আজকে আমরা জানবো যে ইন্ডিয়া জাবার জন্য কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয়। ও তার সাথে এটাও জানবো যে ভিসা হয়ে গেলে এই ইন্ডিয়ান ভিসা কীভাবে চেক করতে হয়। সব কিছু বিস্তারিত...।
কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয়ঃ
ইন্ডিয়ান ভিসা করার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। ভিসা আবেদন করতে (ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন)। সেখানে আপনার পছন্দের ভিসার ধরন বেছে নিয়ে অনলাইন ফর্ম পূরণ করুন। যেখানে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, এবং ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করতে হবে।
আরো পড়ুনঃ কীভাবে খুব সহজে বাংলাদেশী পাসপোর্ট করবেন ভেঝাল ছাড়া জেনে নিন?
ফর্ম পূরণের পরে, প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্টের ফটোকপি, ছবি, এবং ভ্রমণের টিকিট সংযুক্ত করুন। এরপর আবেদন ফি জমা দিন এবং প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র বা হাইকমিশনে জমা দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে ভিসা প্রদান করা হবে।
কীভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়ঃ
ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য আপনাকে অনলাইনে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। তাহলে আপনি ইন্ডিয়ান ভিসার সব তথ্য পেয়ে যাবেন। আসুন জানি?
- প্রথমে ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- মেনু থেকে "Visa Status Enquiry" বা "Visa Application Status" অপশনটি নির্বাচন করুন।
- এরপর আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। যেখানে আপনার আবেদন নম্বর এবং পাসপোর্ট নম্বর প্রবেশ করতে হবে।
- সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর "Submit" বা "Check Status" বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ভিসার বর্তমান অবস্থা প্রদর্শিত হবে। যেমনঃ প্রক্রিয়াধীন, অনুমোদিত, বা প্রত্যাখ্যাত।
এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার ইন্ডিয়ান ভিসার স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন।
কীভাবে ভারতের টুরিস্ট ভিসা পাবেনঃ
ভারতে জাবার ইচ্ছা প্রায় সব মানুষের থাকে। এই ভারতের টুরিস্ট ভিসা পেতে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে সেই ধাপগুলো উল্লেখ করা হলো পড়ে নিন?
- অনলাইন আবেদন ফর্ম পূরণ করুনঃ প্রথমে ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিসার আবেদন ফর্ম পূরণ করুন। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, এবং ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুনঃ আপনার পাসপোর্ট (যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে), সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ভ্রমণের টিকিট, এবং হোটেল বুকিং বা ভ্রমণের পরিকল্পনার প্রমাণপত্র প্রস্তুত রাখুন।
কীভাবে-ভারতের-টুরিস্ট-ভিসা-পাবেন |
- আবেদন ফি জমা দিনঃ অনলাইন বা ভিসা আবেদন কেন্দ্রে নির্ধারিত ফি জমা দিতে হবে। ফি ভিসার ধরন এবং মেয়াদের উপর নির্ভর করে।
- নিয়োগকৃত ভিসা আবেদন কেন্দ্রে জমা দিনঃ প্রিন্ট করা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র বা হাইকমিশন অফিসে জমা দিন।
- ভিসা প্রসেসিংঃ আপনার আবেদন জমা দেওয়ার পর এটি প্রক্রিয়াকরণে কিছু সময় লাগবে, সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবস। আপনার যদি আবেদন অনুমোদিত হলে পাসপোর্টে ভিসা সিল মেরে আপনাকে ফেরত দেওয়া হবে।
- ভিসা সংগ্রহঃ ভিসা প্রস্তুত হলে আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করুন।
- কোনো ধরনের কেশ বা মামলা থাকা যাবে না আপনি যদি পাসপোর্ট করতে দেন।
এই ধাপগুলো অনুসরণ করলে আপনি সহজেই ভারতের টুরিস্ট ভিসা পেতে পারেন।
কীভাবে ইন্ডিয়ান চিকিৎসা ভিসা পাবেনঃ
চিকিৎসা করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বেশীর ভাগ ভারতে যেতে পছন্দ করে। এই ভারতের চিকিৎসা ভিসা (Medical Visa) পেতে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে সেগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হলোঃ
- অনলাইন আবেদন ফর্ম পূরণ করুনঃ
প্রথমে ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মেডিক্যাল ভিসার আবেদন ফর্ম পূরণ করুন। এখানে আপনার ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য এবং ভিসার ধরন সঠিকভাবে উল্লেখ করতে হবে। আপনি চাইলে যেকোনো কম্পিউটারের দোকান থেকে করতে পারবেন।
আরো পড়ুনঃ কার ড্রিভিং শিখতে কতদিন সময় লাগে ও কি-কি প্রয়োজন হয় জেনে রাখুন?
- প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুনঃ
- বৈধ পাসপোর্ট (যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
- ভারতের স্বীকৃত হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র থেকে আমন্ত্রণপত্র (যেখানে চিকিৎসার জন্য আপনাকে ডাকা হয়েছে)।
- আপনার দেশের কোনো ডাক্তারের দেওয়া মেডিক্যাল রিপোর্ট।
- ভ্রমণের টিকিট বা ভ্রমণ পরিকল্পনা।
- অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র।
- আবেদন ফি জমা দিনঃ
অনলাইনে বা নিকটস্থ ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে নির্ধারিত ফি জমা দিন। ফি ভিসার ধরন এবং মেয়াদের ওপর নির্ভর করে।
- আবেদন কেন্দ্রে জমা দিনঃ
অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে বা হাইকমিশনে জমা দিন।
- ভিসা প্রক্রিয়াকরণঃ
আপনার আবেদন জমা দেওয়ার পর এটি প্রক্রিয়াকরণে সাধারণত ৫-১০ কর্মদিবস সময় লাগে। ভিসা অনুমোদিত হলে পাসপোর্টে ভিসার সিল মেরে আপনাকে ফেরত দেওয়া হবে। ( তার মানে আপনার পাসপোর্ট অনুমোদন হয়েছে।
- ভিসা সংগ্রহ করুনঃ
প্রক্রিয়াকরণের পর আপনার পাসপোর্টে ভিসা সিল দেওয়া হলে ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করুন।
- মেডিক্যাল ভিসার বৈধতাঃ
মেডিক্যাল ভিসা সাধারণত ৬ মাসের জন্য বৈধ থাকে এবং বিশেষ পরিস্থিতিতে এটি আরও বাড়ানো যেতে পারে।
এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই ভারতের চিকিৎসা ভিসা পেতে পারেন।
ইন্ডিয়ান ভিসা করতে কি কি প্রয়োজনঃ
আমরা এতক্ষণে জানলাম যে কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয়। এবার জানবো যে ইন্ডিয়ান ভিসা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং তথ্য প্রয়োজন। নিচে ইন্ডিয়ান ভিসার জন্য যা যা দরকার তা উল্লেখ করা হলোঃ
- পাসপোর্টঃ আপনার বৈধ পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে এবং এতে ন্যূনতম ২টি ফাঁকা পৃষ্ঠা থাকা উচিত।
- ভিসা আবেদন ফর্মঃ ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। যা আপনি ইন্ডিয়ান ভিসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পূরণ করতে পারেন। আপনি চাইলে কম্পিউটারের দোকান থেকে করতে পারেন।
- ছবিঃ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সাধারণত সাদা কাপড়ে তুললে ভালো হয়)। অনলাইনে আবেদন ফর্মের সাথে ছবিটি আপলোড করতে হবে এবং হার্ড কপির জন্য প্রিন্ট আকারেও জমা দিতে হতে পারে।
- ভ্রমণের প্রমাণঃ ভ্রমণের টিকিট (যাওয়া-আসার) বা ট্র্যাভেল প্ল্যানের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
- বাসস্থান প্রমাণঃ ভারতে কোথায় থাকবেন তার প্রমাণপত্র, যেমনঃ হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র জমা দিতে হবে।
- ব্যাংক স্টেটমেন্টঃ ভ্রমণের সময় পর্যাপ্ত অর্থ আছে তা প্রমাণ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হতে পারে।
- আবেদন ফিঃ ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হবে। এই ফি অনলাইনে বা ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে জমা দিতে হবে।
- চিকিৎসা ভিসার ক্ষেত্রেঃ ভারতে স্বীকৃত হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, এবং নিজের দেশের ডাক্তারের মেডিক্যাল রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
- ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেঃ ব্যবসার জন্য আমন্ত্রণপত্র, ব্যবসায়িক প্রমাণপত্র, এবং ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণের অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হবে অফিসে।
এইসব কাগজপত্র প্রস্তুত করে, অনলাইন আবেদন ফর্ম পূরণ করে এবং ফি জমা দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগেঃ
ইন্ডিয়ান ভিসার ফি ভিসার ধরন এবং মেয়াদের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত, বাংলাদেশের জন্য ইন্ডিয়ান ভিসার ফি ৮০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে হতে পারে। ভিসার ধরন অনুযায়ী ফি পরিবর্তিত হয় সময় সময়। যেমনঃ
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে খুব সহজে বিকাশ একাউন্ট খুলবেন জেনে নিন?
- ট্যুরিস্ট ভিসাঃ সাধারণত ১,৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে।
- ব্যবসায়িক ভিসাঃ প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকা।
- চিকিৎসা ভিসাঃ ২,০০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে।
ভিসার মেয়াদ ও প্রবেশের সংখ্যা (একক, দ্বৈত বা একাধিক প্রবেশ) অনুযায়ী ফি বাড়তে পারে। অনলাইনে আবেদন করার পর নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় ফি উল্লেখ করা থাকে।
লেখকের মক্তব্যঃ
আসা করি যে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে ইন্ডিয়ান ভিসা করতে হয় বাংলাদেশ থেকে। ও তার সাথে সাথে এটাও জানলেন যে কীভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় অনলাইন থেকে।
প্রশ্ন থাকলে কিংবা ভাল লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন আপনার প্রিয় মানুষের সাথে।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন............www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url