অফিস সহায়ক পদের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ২০২৪? বিস্তারিত জেনে নিন?
অফিস সহায়ক পদের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ২০২৪ ও তার সাথে আমরা জানবো যে ডিসি অফিসে অফিস সহায়ক পদের চাকরি কেমন। সব কিছু বিস্তারিত জানুন?
ভূমিকাঃ
আমরা আজকের জেনারেশনের সবাই ভাল মানের চাকরি নিয়ে চাই। কিন্তু চাকরি বললে চাকরি না। চাকরি পেতে হলে বিভিন্ন ধরনের পরিক্ষা-নিরাক্ষা দিতে হচ্ছে।
অফিস-সহায়ক-পদের-চাকরির-প্রশ্ন |
আর সবাই এই পরিক্ষায় টিকতে পারছে না আধিকাংশ মানুষ। তাই আজকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেটি পাওনি ভাল করে রিবিশোন দিলে আপনার অনেক উপকারে আসবে।
অফিস সহায়ক পদের পরিক্ষার গুরুত্বপূর্ন প্রশ্ন-উত্তর ২০২৪ঃ
অফিস সহায়ক পদে বার বার এসে থাকা কিছু প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলোঃ
সাধারণ জ্ঞানঃ
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী?
- বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার।
- বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৬ মার্চ।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯২১ সালে।
- মানব দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি?
উত্তরঃ ত্বক।
আরো পড়ুনঃ অফিস সহায়ক পদে চাকরি নেওয়ার জন্য যেসব বিষয় জানা প্রয়োজন?
- পানির রাসায়নিক সংকেত কী?
উত্তরঃ H₂O
- সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?
উত্তরঃ নিউক্লিয়ার ফিউশন।
- ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ কী উৎপন্ন করে?
- বিদ্যুতের একক কী?
উত্তরঃ ভোল্ট।
গণিতঃ
- ১২ এবং ১৫ এর ল.সা.গু কত?
উত্তরঃ ৬০।
- ৮ এর বর্গমূল কত?
উত্তরঃ ২.৮২৮।
- একটি ত্রিভুজের তিনটি বাহু ৫ সেমি, ১২ সেমি এবং ১৩ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৩০ বর্গ সেমি।
- একটি সংখ্যার ২৫% এর মান ৫০ হলে সংখ্যাটি কত?
উত্তর: ২০০।
- ৫০০ এর ১৬% কত?
উত্তরঃ ৮০।
ইংরেজীঃ
- "Honesty is the best policy" বাক্যটির অর্থ কী?
উত্তরঃ সততা সর্বোৎকৃষ্ট নীতি।
- "He is good ___ mathematics." শূন্যস্থানে সঠিক শব্দটি বসান।
উত্তরঃ AT।
- "The sky is blue." এখানে "sky" কোন ধরনের শব্দ?
উত্তরঃ Noun।
- "She writes a letter." বাক্যটির Passive Voice কী?
উত্তরঃ A letter is written by her।
- "They have finished the work." বাক্যটির Negative Form কী?
উত্তরঃ They have not finished the work.।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিঃ
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
- গ্রীনহাউস গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড (CO₂)
- ব্রেক্সিট কী?
উত্তরঃ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া।
- এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি?
উত্তরঃ চীন।
- দিবর দিঘী কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পত্নীতলা ( নাঁওগা জেলা )
- আয়তন অনুযায়ী সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক পদের পরিক্ষার প্রশ্ন-উত্তর ২০২৪ঃ
ভূমি মন্ত্রণালয় অফিস সহায়ক পদের পরিক্ষায় ভাল ফলাফল করার জন্য আপনাদের অনেক প্রকার সাহায্য হতে পারে। এই নিচের প্রশ্ন ও উত্তর থেকে...।
সাধারণ জ্ঞানঃ
- বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তরঃ ৪ নভেম্বর, ১৯৭২।
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি ছিল?
উত্তরঃ মুজিবনগর।
- জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশে তৈরি হয়েছিল?
উত্তরঃ ফ্রান্স।
সাধারণ বিজ্ঞানঃ
- মানব দেহে কতোটি হাড় থাকে?
উত্তরঃ ২০৬টি।
- পানির সংকেত কী?
উত্তরঃ H₂O।
- বিদ্যুতের আবিষ্কারক কে?
উত্তরঃ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
- সেলুলার রেস্পিরেশন প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তরঃ এডিনোসিন ট্রাইফসফেট (ATP)
- সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ (Mercury)
গণিতঃ
- দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ৭২। যদি একটি সংখ্যা ২৪ হয়, তবে অন্য সংখ্যা কত?
উত্তরঃ ১৮।
- ৪ এর বর্গমূল কত?
উত্তরঃ ২।
- একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ৩ মিটার, ৪ মিটার এবং ৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৬ বর্গ মিটার।
- একটি সংখ্যার ২০% এর মান ৫০ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ ২৫০।
- ১০০ এর ১৫% কত?
উত্তরঃ ১৫।
ইংরেজিঃ
- "Knowledge is power" বাক্যটির অর্থ কী?
উত্তরঃ জ্ঞানই শক্তি
- "He is interested ___ music." শূন্যস্থানে সঠিক শব্দটি বসান।
উত্তরঃ in
- "The book is on the table." এখানে "table" কোন ধরনের শব্দ?
উত্তরঃ Noun
- "She is cooking dinner." বাক্যটির Passive Voice কী?
উত্তরঃ Dinner is being cooked by her.
- "They have completed the task." বাক্যটির Negative Form কী?
উত্তরঃ They have not completed the task.
বাংলাদেশ ও আন্তর্জাতিক কিছু প্রশ্নঃ
- বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ মোঃ সাহাবুদ্দিন চুপ্পু।
- নোবেল পুরস্কার কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ সুইডেন।
- পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃআমাজন রেইনফরেস্ট।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃওয়াশিংটন, ডি.সি, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি কোনটি?
উত্তরঃ সিলেট।
ডিসি অফিসে অফিস সহায়ক পদে চাকরি নেওয়ার নিয়ম ২০২৪ঃ
ডিসি অফিসে অফিস সহায়ক পদে চাকরি নিলে এটি একটি সম্মানজনক ও গর্বের বিষয়। এই অফিস সহায়ক পদে চাকরি পাওয়ার জন্য দরকার হয়ে থাকে পড়াশুনার যোগ্যতা, আবেদন করার প্রতিক্রা ও জেনারেল পরিক্ষার ভাল ফলাফল।
যোগ্যতাঃ
ডিসি অফিসে অফিস সহায়ক পদে চাকরি নিতে হলে যেগুলো করতে হবে তাহলোঃ
শিক্ষাগত যোগ্যতাঃ আপনার শিক্ষাগত জোগ্যতা এস,এস,সি সমমান পাশ রাখতে হবে। আগের দিনে মানুষ অষ্টম পাশ করে এই অফিস সহায়কের চাকরি নিয়েছে। কিন্তু এখন বর্তমানে এস,এস,সি রেজাল্ট দিয়ে ( Application ) করতে হয়।
বসয় সীমাঃ সরকারি চাকরি নিতে হলে কিছু বিধি-বিধান মানতে হয়। যেমনঃ সরকারি চাকরিতে আপ্ল্যাই করতে হলে আপনার বসয় সাধরণত ১৮ থেকে ৩০ এর মধ্য হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী হলে আপনার বসয় যদি ৩০ এর উপরে হয়ে যায়। তাও আপনি আপ্ল্যাই করতে পারবেন।
স্থানঃ আপনি চাকরির নিয়োগ হয়তো ইন্টারনেটে দেখবেন বা পেপার কাগজে দেখবেন। আপনি যে পদে আপ্ল্যাই করতে চাইছেন। সবার আগে দেখবেন যে আপনি যে শহরে থাকেন। সেখানকার নাম উল্লেখ করা আছে কি,না। যদি থাকে তাহলে আপনি আপ্ল্যাই করতে পারবেন। আর না থাকলে করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়াঃ ডিসি অফিসে আপ্ল্যাই করতে হলে আপনি যাবেন যেকোনো কম্পিউটারের দোকানে। তার পরে আপনি বলবেন যে আমি এই ডিসি অফিসে আপ্ল্যাই করবো। দিয়ে জা করার সব কম্পিউটার দোকানদার করে দিবে। আপনি শুধু সাথে করে নিজের ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজ নিজের ছবি, শিক্ষাগত যোগ্যতার কাগজ নিয়ে যাবেন। তাহলে খুব সহজে আপনি ডিসি অফিসে আপ্ল্যাই করতে পারবেন।
লিখিত পরিক্ষার কিছু প্রস্ততিঃ
বাংলা পড়বেনঃ ব্যাকরণ, রচনা, অনিচ্ছেদ লেখা, সমাস লেখা, বাক্য গঠন ইত্যাদি।
ইংরেজী পড়বেনঃ অনুবাদ, ব্যাকরণ, প্যাসেজ, আর্টিকেল,ইত্যাদি।
গণিতঃ মৌলিক সংখ্যার অংক, শতকরা, লাভ-ক্ষতি, গড়, অনুপাত ইত্যাদি।
সাধারণ জ্ঞানঃ বঙ্গবন্ধু সমন্ধে, পদ্মা সেতুর সমন্ধে, ইতিহাস, ও বাংলাদেশে যদি নতুন কিছু নিমির্ত হয়। তাহলে সে সমন্ধে অবশ্যই পড়তে হবে।
মৌখিক পরিক্ষাঃ
মৌখিক পরিক্ষার সময় তেমন কিছু হয় না। আপনাকে যখন ডাকবে তখন শুধু মুখে ছোট একটি হাসি রাখবেন তাহলে হবে। যদি কোনো ধরনের প্রশ্ন করে কোনো স্যার তাহলে হাসি মুখে যতটুকু জানেন। ঠিক ততটুকু উত্তর দেওয়ার চেস্টা করবেন। আগে আগে কোনো ধরনের কথা বলতে যাবেন না।
স্বাস্থ্য আধিদপ্তর অফিস সহায়ক পদের পরিক্ষার প্রশ্ন-উত্তর ২০২৪ঃ
স্বাস্থ্য অধিদপ্তর অফিস সহায়ক পদের চাকরি নেওয়ার জন্য লিখিত পরিক্ষার দিতে হয়। এর কিছু প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলোঃ
সাধারণ জ্ঞানঃ
- বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
উত্তরঃ শাপলা।
- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ।
- মুক্তিযুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ২৬ মার্চ, ১৯৭১
- বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন?
উত্তরঃ কামরুল হাসান।
- জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
উত্তরঃ ডেনিস ফ্রান্সিস (২০২৩-২৪ সাল অনুযায়ী)
সাধারণ জ্ঞানের কিছু প্রশ্নঃ
- মানবদেহে কিডনির সংখ্যা কয়টি?
উত্তরঃ ২টি।
- মস্তিষ্কের প্রধান কার্যাবলী কী?
উত্তরঃ চিন্তা করা, অনুভূতি নিয়ন্ত্রণ করা, স্মৃতি সংরক্ষণ করা।
- কোলেস্টেরল মূলত কোথায় তৈরি হয়?
উত্তরঃ যকৃত (লিভার)
- সূর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কী?
উত্তরঃ হাইড্রোজেন এবং হিলিয়াম।
- পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)
গণিতঃ
- একটি সংখ্যার ২০% এর মান ৪০ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ ২০০।
- ১৫ এবং ২০ এর গ.সা.গু কত?
উত্তরঃ ৫।
- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৫০ বর্গ মিটার।
- ৯ এর বর্গমূল কত?
উত্তরঃ ৩।
- ১০০ এর ২৫% কত?
উত্তরঃ ২৫।
ইংরেজিঃ
- "A stitch in time saves nine" বাক্যটির অর্থ কী?
উত্তরঃ সময়মতো সামান্য প্রচেষ্টা ভবিষ্যতে বড় সমস্যার থেকে রক্ষা করে
- "She is good ___ dancing." শূন্যস্থানে সঠিক শব্দটি বসান।
উত্তরঃ at
- "The cat is under the table." এখানে "under" কোন ধরনের শব্দ?
উত্তরঃ Preposition
- "They are watching a movie." বাক্যটির Passive Voice কী?
উত্তরঃ A movie is being watched by them.
- "He has written a letter." বাক্যটির Negative Form কী?
উত্তরঃ He has not written a letter.
বাংলাদেশ ও আন্তর্জাতিক সাধারণ জ্ঞানঃ
- বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কে?
উত্তরঃ জাহিদ মালেক।
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তরঃ সাহারা মরুভূমি।
- WHO-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ World Health Organization
- বাংলাদেশ কোন সালে স্বাধীন হয়?
উত্তরঃ ১৯৭১ সালে।
- এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ চীন।
- বাংলাদেশের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়েগান
- বর্তমানে বাংলাদেশে মোট কয়টি রেলওয়ে ডিভিশন রয়েছে?
উত্তর: দুটি (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল)।
- বিশ্বব্যাংকের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন, ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- নদী' শব্দের সমার্থক শব্দ কি?
- 'বৃক্ষ' শব্দের বিপরীতার্থক শব্দ কি?
- কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে?
- ই-মেইল এর পূর্ণরূপ কি?
- কম্পিউটারের হার্ডডিস্কে কোন ধরনের মেমোরি থাকে?
- কোন প্রোগ্রামটি টেক্সট ডকুমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়?
- বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে?
- বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
- বাংলাদেশের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
- জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি কে?
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- মানবদেহে কতটি অস্থি (হাড়) থাকে?
- পানির রাসায়নিক সংকেত কী?
- বিদ্যুতের আবিষ্কারক কে?
- কোলেস্টেরল কোথায় তৈরি হয়?
- সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
- একটি সংখ্যার ২৫% এর মান ৫০ হলে সংখ্যাটি কত?
- ১৫ এবং ২৫ এর গ.সা.গু কত?
- ৪ + ৫ × ৩ - ২ = ?
উত্তরঃ ১৭।
- একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি?
উত্তরঃ ১৮০ ডিগ্রি।
- ২৫০ এর ২০% কত?
- (৮ × ৮) ÷ ৪ = ?
উত্তরঃ ১৬।
- একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ৫ মিটার, ১২ মিটার এবং ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৩০ বর্গ মিটার।
- ১৬ এর বর্গমূল কত?
উত্তরঃ ৪
- ২০০ এর ২০% কত?
উত্তরঃ ৪০
- "An apple a day keeps the doctor away" বাক্যটির অর্থ কী?
উত্তরঃ প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়।
- "She is interested ___ music." শূন্যস্থানে সঠিক শব্দটি বসান।
উত্তরঃ in
- "The book is on the table." এখানে "on" কোন ধরনের শব্দ?
উত্তরঃ Preposition
- "They are reading a book." বাক্যটির Passive Voice কী?
উত্তরঃ A book is being read by them.
- "He writes a letter." বাক্যটির Negative Form কী?
উত্তরঃ He does not write a letter.
বাংলাদেশের বিসয়বস্তুঃ
- বাংলাদেশের বর্তমান রেলমন্ত্রী কে?
উত্তরঃ মো. নূরুল ইসলাম সুজন।
- বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক কোন দেশের?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
- ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ভলগা নদী।
- বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৬ মার্চ।
- ASEAN এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Association of Southeast Asian Nations
লেখকের মক্তব্যঃ
অফিস সহায়ক পদের পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ২০২৪ ও তার সাথে আমরা জানলাম যে ডিসি অফিসে অফিস সহায়ক পদে চাকরি নেওয়ার কিছু ব্যাসিক নিয়ম-কানুন। আপনাদের যদি আরো সরকারি আধিদপ্তরের প্রশ্ন- উত্তর জানতে ইচ্ছা করে।
তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেস্টা করবো আপনার পছন্দের আধিদপ্তরের উপর প্রশ্ন ও উত্তর লিখে দেওয়ার।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন......www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url