ইলন মাস্ক এর মাসিক আয় কত - ইলন মাস্কের জন্ম? বিস্তারিত জেনে নিন?

আজকে আমরা জানবো যে ইলন মাস্ক এর মাসিক আয় কত। এবং তার সাথে সাথে এটাও জানবো যে ইলন মাস্কের জীবন কাহিনী কি ধরনের। আসুন শুরু করা যাক?

ভূমিকাঃ

ইলন মাস্ক এর মাসিক আয় কত প্রথম প্রথম তেমন একটা ভাল ছিল না। তিনি তার জীবনে খুব পরিশ্রম করেছেন বলে আজক তিনি এই পর্যায়ে আসতে পেরেছেন।

ইলন-মাস্কের-জীবন-কাহিনী
ইলন-মাস্কের-জীবন-কাহিনী            

ইলন মাস্কের জীবন কাহিনী কি ধরনের ছিল তা আজকে আমরা পুরোপুরিভাবে সব কিছু বিস্তারিত ভাবে জানার চেস্টা করবো। আসুন জেনে নি?

ইলন মাস্কের মাসিক আয় কতঃ

ইলন মাস্কের আয় দ্বারা তাকে বিশ্বের নাম করা ধনী ব্যাক্তির মধ্য নিয়ে আসে। তার মাসিক আয়ের পরিমাণ অনেক। তিনি সাধরনণত টেসলা, স্পেসএক্স, এবং কি দ্যা বোরিং কোম্পানির সিইও এবং তার প্রতিষ্ঠাতা। ইলন মাস্ক এর মোট সম্প্রত্তির বর্তমানে ধরা যায় যে ২০০$ বিলিয়ন এর উপরে। ইলন মাস্ক বিভিন্ন কোম্পানি থেকে শেয়ারের মুনাফা অর্জন করে থাকেন। ইলন মাস্ক টেসলা কোম্পানির কাছ থেকে ১$ প্রায় বেতন নিতেন। বাকি টাকা তিনি শেয়ার মুনাফা থেকে ইনকাম করেন।

ইলন-মাস্কের-মাসিক-আয়-কত
ইলন-মাস্কের-মাসিক-আয়-কত        

কিন্তু ইলন মাস্ক এর কোনো নির্দিষ্ট টাকার পরিমান বলা খুব কঠিন। কেননা তিনি কোম্পানি থেকে ইনকাম করে থাকেন। তার বার্ষিক আয় কয়েক ডলার হতে পারে। তার মাসিক আয় ধরা যায় যে $১৬০-২০০$ মিলিয়ন ডলার হতে পারে। এটি শুধু একটি আনুমান করা জেতে পারে যে বাজারের অবস্থা যেমন হবে। তেমন তিনি আয় করবেন।


আরো পড়ুনঃ মুকেশ আম্বানির জীবন বিলাস-বহুল করার নিয়ম?


ইলন মাস্কের জীবন কাহিনী কি ধরনেরঃ

ইলন মাস্ক এর জীবন কাহিনী বেশ কঠিন ও পরিশ্রমের ছিলো। তিনি তার নিজের ক্যারিয়ার শুরু করার আগে তার এক প্রিয় বন্ধু ছিল। তার সাথে তিনি প্রায় ২ বছর কাটিয়েছেন খুব কষ্টে। তিনি তার বন্ধুর সাথে এক রুমে থাকতেন। ইলন মাস্ক  সোফার উপর ঘুমাতেন। তার জীবন অনেক কষ্টে কেটেছে। তার পরে তিনি ভাবলেন যে জীবনে কিছু বড় করা যাক। তার পর থাকে শুরু হল তার জীবন কাহিনী।

ইলন মাস্ক পুরো পৃথিবীর কাছে এখন একটি প্রেরণাদায়ক উদাহরণ। ইলন মাস্ক  বলেছেন যে, জীবনে যদি তোমার জ্ঞান ও বুদ্ধি থাকে। তাহলে তোমাকে বড় হতে কেউ আটকে রাখতে পারবে না। এই জন্য চেস্টা করতে থাকো। ইলন মাস্ক এর জীবন কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে জীবনে চিন্তা-ভাবনা সঠিক থাকলে নিজের পরিশ্রমের মাধ্যমে যেকোনো বাধা পেরানো সম্ভব ও সফল হওয়া সম্ভব।

ইলন মাস্ক এর শিক্ষাঃ

ইলন মাস্ক  তার জীবনের শিক্ষা সম্পন্ন করতে কানাডায় জান। তার পরে তিনি সেখানকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখনে পড়াশুনা শেষ করে তিনি ইউনিভার্সিটি অফ পেন্সিল্ভেনিয়াতে ভর্তি হন। সেখানে তিনি পড়াশুনা করেছিলেন পদার্থবিজ্ঞান ও আর্থনিতিতে ডিগ্রি অর্জন করে থাকেন।

ইলন মাস্ক এর ক্যারিয়ার শুরুঃ

ইলন মাস্ক ১৯৯৫ সালে তার ভাই কিম্বাল মাস্কের সাথে মিলে জিপ২ নামে একটি সফটওয়্যার কোম্পানিতে নিজের মত করে কাজ শুরু করেন। এই কোম্পানির ব্যাসিক কাজ ছিলো যে এই কোম্পানি বিভিন্ন স্থানীয় ব্যবসায়িক ডিরেক্টরি ও গাইড সেবা করে থাকে এই কোম্পানি।  ইলন মাস্ক  ১৯৯৯ সালে জিপ২ কোম্পানি সেল করে ৩০৭ মিলিয়ন ডলারে। তার পর থেকে তিনি তার জীবন শুরু করেলন।

ইলন মাস্ক এর বড় উদ্যোগঃ

ইতিহাস থেকে জানা গেছে যে ইলন মাস্ক ২০০৪ সালে স্পেএক্স নামে একটি মহাকাশ অনুসন্ধান করে একটি কোম্পানি তৈরি করেন। ইলন মাস্ক চিন্তা-ভাবনে ছিলো যে তিনি মানুষের জন্য এই আকাশ অনুসন্ধান আরো সহজলাভ্য করে তুলবেন। এই জন্য তিনি স্পেএক্সর ফ্যালকন ১, ফ্যালকন ৯, এবং কি ড্রাগন ক্যাপ্সুলের মাধ্যমে তিনি মহাকাশ ভ্রমনে বিল্পব ঘটিয়েছেন।

তার পরে তিনি ২০০৪ সালে টেসলা কম্পানির মতো আরো বড় বড় কোম্পানির সাথে জড়িত হন। মোটরস বিনিয়োগ করে তিনি টেসলা কোম্পানির সিইও হিসাবে যোগদান করেন। এই ভাবে তিনি বড় বড় কোম্পানির নেতৃত্বে আসে নিজের একটি পরিচয় তৈরি করেন।

ইলন মাস্কের জন্মঃ

বলা যায় যে, ইলন মাস্ক ২৮ জুন ১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া  একটি শহরে জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন ইলেক্ট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও মাতা ছিলেন  মডেল ডায়েটিশিয়ান। ইলন মাস্ক ছোট কাল থেকেই কম্পিউটার ও প্রজুক্তির উপর প্রতি খুব আগ্রহ ছিলেন। ইলন মাস্ক খুব সহজে অল্প বয়সে বিভিন্ন ধরনের প্রগ্রাম ফ্যাশন করা শিখে ফেলেছিলেন। 

ইলন মাস্ক এর স্ত্রীঃ

ইলন মাস্ক এর প্রথম স্ত্রী ছিলেন জাস্টিন উইলসন। তিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা নামে পরিচিতি লাভ করেছিলেন। তারা ২০০০ সালে বিয়া করেন এবং তাদের পাঁচটি সন্তান ছিল। তারপর ২০০৮ সালের তাদের ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ ঘটে।

ইলন-মাস্ক-এবং-তার-স্ত্রী
ইলন-মাস্ক-এর-স্ত্রী                    

মিলন মার্কস দ্বিতীয়বারের মত বিয়ে করলেন একজন ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রাইলে মেয়েকে। তারা ২০১০ সালে বিয়ে করলেন এবং ২০১২ সালে আবার সেই বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের জীবনে । আবার দেখা গেছে যে ২০১৩ সালে আবার বিয়ে করেন কিন্তু এবার ২০১৬ সালে আবারো তাদের বিচ্ছেদ ঘটে।

এখন বলা যায় যে, ইলন মাস্ক এর বর্তমান জীবনসঙ্গী হলেন একজন কানাডিয়ান গায়িকা এবং সংগীত প্রযোজক ক্লেয়ার বাউচার। তিনি "গ্রিমস" নামে বিখ্যাত। ইলন মাস্ক ২০১৮ সালে তাদের এই সম্পর্কের কথা পুরো পৃথিবীর সামনে তুলে ধরেন। এবং ২০২০ সালে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন যার নাম এক্স ( AE E-১২ )

ইলন মাস্কের ধর্ম কিঃ

ইলন মাস্ক কোন নির্দিষ্ট ধর্ম অনুসরণ করে চলেন না। তিনি বক্তব্য দিয়েছেন,তিনি ধর্মীয় আচার-আচরণে খুব বেশি বিশ্বাস করে না তিনি বিশ্বাস করেন তার নিত্যদিনের জীবন ও বিজ্ঞান প্রযুক্তির উপর। বিজ্ঞানের প্রতি খুবই অটুট অবিশ্বাসী তিনি। তিনি প্রায় বলেছেন, জীবনে চলতে হলে জীবনের কাজের মূল উদ্দেশ্য থাকতে হবে ও মানবজাতির উন্নতি সাধন ও মহাকাশে মানুষের বসবাস নিশ্চিত করতে হবে।

আরো পড়ুনঃ বিল গেটস এর জীবন কাহিনী কি সাধারণ মানুষের মত?

এটি হচ্ছে বিজ্ঞানের জয়।ইলন মাস্ক ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে তিনি মানবজাতির প্রযুক্তির উন্নতির সাধারণ করার জন্য বেশি মেধাও জোর দেন। তিনি বিশ্বাস করেন যে, মানবজাতির যত উন্নত হবে বিজ্ঞান ও প্রযুক্তি তত আমাদের জীবনে উন্নতির দিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এজন্য ইলন মাস্ক কোন ধর্ম নির্দিষ্ট সঙ্গে জড়িত নয়। তিনি মূলত বিজ্ঞান প্রযুক্তির উপরে বিশ্বাস করে চলেন। এজন্যইলন মাস্ককে এক কথায় বলা যায় নাস্তিক।

ইলন মাস্ক এর সন্তান কতটাঃ

ইলন মাস্ক বিশ্বের সেরা ব্যাক্তি বা ধনী ব্যক্তি বলা যায়। তিনি তার জীবনে একের অধিক বিয়ে করেছেন এবং একের অধিক তার ছেলেমেয়ে আছে। আসুন জানা যাক যে ইলন মাস্ক এর সন্তান কতটা...।

ইলন মাস্ক প্রথম বিয়ে করেছিলেন জাস্টিন উইলসনকে। এবং তার ৫ সন্তান আছে।

  1. নেভাডা আলেকজান্ডার মাস্কঃ  মিলন এবং জাস্টিনের এই ছিল প্রথম সন্তান কিন্তু দুর্ভাগ্য ক্রমে তিনি জন্মের পর সিডার্স ( SIDS ) এর কারণে মারা যান।
  2. গ্রিফিন মাস্কঃ  তাদের যমজ সন্তানের একজন।
  3. ভিভিয়ান জেনা উইলসনঃ  গ্রিফিন এর যমজ। কিন্তু সে তার লিঙ্গ চেঞ্জ করাই তার বর্তমান নাম ভিভিয়ান।
  4. কাই মাস্কঃ  তাদের ট্রিপলেট সনাতন দায়ের একজন।
  5. সাইক্লোন ম্যাক্সঃ  ট্রিপলেটদের একজন।
  6. ড্যামিয়ান মাস্কঃ  ট্রিপলেট জমজের একজন।

  • তালুলাহ রাইলের সাথে সন্তানঃ

লাহোলা রাইলা হচ্ছে ইলন মাস্ক দ্বিতীয় স্ত্রী। এই স্ত্রীর সাথে ইলন মাস্ক এর তেমন সম্পর্ক ছিল না বিধায় তাদের কোন সন্তান হয়নি। 

আরো পড়ুনঃ লিওনেল মেসির জীবনে কি কি ঘটেছে?


  • গ্রিমসের সাথে সন্তানঃ

ইলন মাস্ক এর বর্তমান জীবনসঙ্গী গ্রীমস। এবং তাদের কয়টি ছেলে আছে আসুন জেনে নিইঃ

  • এক্স AE এ- ১২ মাস্কঃ এই হলো তাদের প্রথম সন্তান এবং তার জন্ম হয়েছে ২০২০ সালে।
  • এক্স ডার্ক সিডাসের মাস্কঃ তাদের দ্বিতীয় সন্তান তার জন্ম হয়েছে ২০২১ সালে। 

শিভোন জিলিসের সাথে সন্তানঃ

ইলন মাস্ক এর আরও দুটি সন্তান রয়েছে শোভন জিলিয়াসের সাথে যিনি নিউরালিস্কে এ কাজ করেন। এবং এই যমজ সন্তানের সম্পর্কে বিস্তারিত আরও পাবলিক ডোকমেন্ট প্রকাশিত হয়নি। এগুলো গোপনভাবে রেখেছে ইলন মাস্ক।

ইলন মাস্কের প্রতিদিন আয় কত টাকাঃ

ইতিহাস ও অন্যান্য সূত্র অনুযায়ী পাওয়া যায়, যে ইলন মাস্ক এর বার্ষিক আই প্রায় $৪০ বিলিয়ন ডলার উপরে হতে পারে। এর বার্ষিক আয়তনের দিন আয় এর উপরন্ত করলে পাওয়া যাবে $১০৯ মিলিয়ন ডলারের কাছাকাছি।

ইলন-মাস্কের-প্রতিদিন-আয়-কত-টাকা
ইলন-মাস্কের-প্রতিদিন-আয়-কত-টাকা        

ইলন মাস্কের প্রতিদিনের আয় পরিমান অনুমান করা যায় $১০৯ মিলিয়ন ডলারের কাছাকাছি। তার কোম্পানি শেয়ারের মূল্যর উপর নির্ভর করে যে তার দৈনিক প্রতিদিন কত টাকা ইনকাম হয়। তার সম্পদ বিশাল পরিমাণে প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। ইলেন মার্কসের জীবনে তিনি ব্যাপক ও বিশাল পরিমাণে অর্থ উপার্জন করেছেন। আর এগুলো সম্ভব হয়েছে তার সঠিক চিন্তা ভাবনা, কঠোর পরিশ্রম, এবং ব্যবসায়ী দৃষ্টিভঙ্গির দেখার কারণে।

ইলন মাস্ক টেসলা থেকে কত টাকা আয় করেনঃ

ইলন মাস্ক টেসলার সিইও হিসেবে একজন প্রতীকী বেতন গ্রহণ করেন। যা প্রতিবছর $১ হয়ে থাকে। এবং তার মূলত শেয়ারের মুনাফা বিভিন্ন পারফরম্যান্স ভিত্তির উপরে। তার আই নির্ভর করে অনেক বড় একটা অংশের শেয়ার টেসলা থেকে। টেসলা থেকে সে তৃতীয় থেকে চতুর্থ অংশ আয় করে থাকেন। ২০২০ সালের মার্চ $৬ বিলিয়ন ডলার আয় করেছিলেন এ পুরো ইনকাম নির্ভর করে টেসলার শেয়ার মার্কেটের উপর।

আরো পড়ুনঃ ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে কি-কি ঘটেছে?

ইলন মাস্ক কোন দেশের নাগরিকঃ

ইলন মাস্ক এর জন্ম বলা যায় যে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া গ্রামে ২৮ জুন ১৯৭১ সালে হয়েছিল। তিনি আফ্রিকার নাগরিক হিসেবে জন্মগ্রহণ করেন এবং সেখানে তার শৈবলকাল কাটে। ১৯৮৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে কানাডায় যান এবং তার মা ময়ে মাস্ক কানাডা নাগরিক ছিলেন মার্কস কানাডা নাগরিকত্ব পেয়ে যান খুব সহজে তিনি কানাডায় কুইন্স বয়েজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 

ইলন মাস্কের বাড়ি কোথায়ঃ

ইলন মাস্ক দীর্ঘ সময় ধরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বসবাস করে চলেছেন। তার বেশ কয়েকটি বিল আজ বহুল সম্পত্তি ও বাড়ি রয়েছে যার মধ্যে বেল- এয়ার এলাকার বেশ কয়েকটি বাড়ি অন্তর্ভুক্ত আছে। ২০২০ সালে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে। তার সম্পত্তি সে বিক্রি করে দিচ্ছেন এবং সে একটি সাদামাটা জীবনযাপন করতে চান। মিলন মার্ক্স তার বাসস্থান টেক্সাসে সরিয়ে নিয়েছেন। তার কোম্পানির স্পেসেএক্সের প্রধান কার্যক্রম টেসলার নতুন কারখানার সাথে নির্মিত হবে। এখন তিনি বোকা- চিকায় বসবাস করেন। সেখানে তিনি বেশ হালকা সাদামাটা জীবন যাপন করে তার মনের মত সে তার জীবন কাটায়।

লেখকের মক্তব্যঃ

ইলন মাস্ক এর মাসিক আয় কত ও তার সাথে আমরা জানলাম যে, ইলন মাস্ক এর জীবন কাহিনী কি ধরনের ছিল। সে কোথায় থেকে কোথায় এবং কি ভাবে পৌঁচ্ছালো আমরা সব কিছু জানলাম। আপনাদের যদি এই ইলন মাস্ক এর মাসিক আয় কত ও ইলন মাস্কের জীবন কাহিনী কি ধরনের ছিল। তা আপনাদের পরে যদি ভাল লেগে থাকে।

তাহলে অবশ্যই আপনাদের বন্ধুর ও প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিবেন। জাতে করে তারাও জীবনে এগিয়ে জেতে পারে।

আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন......www.stylishsm.com



গ্রিমসের সাথে সন্তানঃ



( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )

 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url