বিল গেটস কত টাকার মালিক - বিল গেটস এর ধর্ম কি? বিস্তারিত জেনে নিন?
বিল গেটস কত টাকার মালিক এবং তার সাথে সাথে আমরা এটাও জানবো যে। বিল গেটস এর জীবন সফলতার গল্প কতটা কঠিন ছিল? আসুন বিস্তারিত জানা যাক?
ভূমিকাঃ
বিল গেটস কত টাকার মালিক সেটা বলে বোঝানো যাবে না। কারণ বিল গেটসকে পুরো পৃথিবীর মানুষ ধনী ব্যাক্তির নামে চিনে। তিনি খুব দক্ষশীল একজন মানুষ।
বিল-গেটস-এর- জীবন-কাহিনী |
তাই আজকে আমরা জানবো যে বিল গেটস এর জীবন সফলতার গল্প রহস্য কি ধরনের ছিল। বিল গেটস এত টাকার মালিক হলে কেমন করে। সব কিছু বিস্তাুরিত?
বিল গেটস কত টাকার মালিকঃ
২০২৪ সালের তথ্য অনুযায়ী বলা যায় যে, বিল গেটসের মোট সম্পত্তি হচ্ছে ১১৪ বিলিয়ন মার্কিন ডলার। বিল গেটস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি নামে পরিচিতি অর্জন করেছেন। বিল গেটসের অগন্তি সম্পদ আছে যেটি শুধু মাইক্রোসফটের শেয়ারের মাধ্যমে আসে। এ ছাড়াও তিনি বিভিন্ন বিনিয়োগ ও নানান ধরনের ব্যবসায়িক জীবনে জড়িত আছেন।
বিল-গেটস-কত-টাকার-মালিক |
বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস তাদের নিজের ফাউন্ডেশনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছেন এবং কি এখনো করে যাচ্ছেন। তাদের এই ফাউন্ডেশনটি বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা,এবং দারিদ্র্য মানুষদের জন্য বিভিন্ন ধরনের সেবার ভূমিকা পালন করে থাকে।
আরো পড়ুনঃ মুকেশ আম্বানির জীবন কাহিনী কি ধরনের?
বিল গেটস এর জীবন সফলতার গল্পঃ
বিল গেটস এর পুরো নাম হচ্ছে ইউলিয়াম হেনরি তৃতীয়, তিনি জন্মগ্রহণ করেছেন ১৯৫৫ সালে ১৮ অক্টোবর রিয়াটল উইশিংটনে। তিনি মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং একজন সকল ধনী ব্যক্তির নামে পরিচিতি পুরো পৃথিবীর কাছে। বিল গেটস একজন সফল ব্যবসায়ী এবং তার সাথে সাথে তিনি সফটওয়্যার ডেভলপার এবং সমাজসেবক হিসেবে পরিচিতি পায় মানুষের কাছে।
শৈবাল কালঃ
বিল গেটসের সকল কাল থেকে তিনি প্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। তার বাবা ছিলেন উইলিয়াম এইচ.গেটস সিনিয়র একজন প্রতিষ্ঠাতা আইনজীবী। এবং মাথা ছিলেন ম্যাক্সওয়েল গেটস একজন স্কুল শিক্ষিকা। বিল গেটসের মা বাবা তাকে ছোটকাল থেকেই কম্পিউটারের প্রতি আসক্ত দেখেছেন। এটি দেখে তার মা-বাবা তাকে কম্পিউটার সাইন্স এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করতে আগ্রহী জানান।
মাইক্রোসফট প্রতিষ্ঠাঃ
১৯৭৫ সালে বিল গেটস তার সকল বন্ধুদের সাথে মিলে এলেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা করেন তাদের প্রথম প্রকল্প ছিল অ্যাল্টেয়ার ৮৮০০ মাইক্রোকম্পিউটারের জন্য একটা উন্নতমানের ইন্টারপ্রেটার তৈরি করা।
আরো পড়ুনঃ ইলন মাস্ক এর বিলাস-বহুল জীবন কাহিনী?
এর সাথে সাথে মাইক্রোসফট ধীরে ধীরে বড় হতে থাকে এবং ১৯৮০ সালে 'আই বি এম' এর জন্য MS-DOS অপারেটিং সিস্টেম তৈরি করার মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করেন বিল গেটস।
আবার বিল গেট ১৯৮৫ সালে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাজারে আনে নতুন মডেলের সাথে। উইন্ডোজের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও সহজ লাভ্যতার কারণে এটি তথ্যের জন্য দ্রুত প্র্য়োগ ও তার সাথে সাথে জনপ্রিয় হয়ে ওঠে মানুষের কাছে এবং কি মার্কেটে। উইন্ডোজ ৯৫ এবং পরবর্তীতে উইন্ডোজ XP বিভিন্ন বাজারে স্থায়ী করে তোলে। বিল গেটস।
বিল গেটস ব্যবসায়িক জীবনঃ
বিল গেটস হচ্ছে বিশ্বের সেরা ধনীর ব্যক্তি গুলোর মধ্য একজন। তিনি বিশ্বকে মাইক্রোসফট এবং উইন্ডোজ বিভিন্ন প্রভাবশালী প্রযুক্তি হিসেবে দিয়েছেন। তার কোম্পানি থেকে তিনি ১৯৮৬ সালে মাইক্রোসফট পাবলিক কোম্পানি হিসেবে শেয়ার বাজারে আসেন। এবং খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিল গেটসের উইন্ডোস পুরো বিশ্বের কাছে। সে থেকে তিনি ধনী ব্যক্তির নামে খ্যাতি অর্জন করে থাকেন।
ব্যবসা-করে-জীবন-সফল-করার-উপায় |
২০০৮ সালে তিনি মাইক্রোসফট এর দৈনিক কার্যক্রম থেকে অবসর নিয়েছেন। এবং তার ফাউন্ডেশন এর কাজে তিনি মনোনিবেশ করেছেন। এখন তিনি বর্তমানে সমাজসেবার দিকে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে যাচ্ছেন। এবং বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের সাথে কিভাবে মোকাবেলা করা যায় সেটি নিয়ে ভাবা শুরু করেছেন।
বিল গেটস এর ধর্ম কিঃ
বিল গেটস হচ্ছে একজন বিশ্বের নামকরা ধনী ব্যক্তি এবং তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি সাধারণত প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করেছেন। বিল গেটস ছোটকাল থেকেই রেগুলার চার্চে যেতেন। তিনি ধর্ম নিয়ে বেশি কিছু প্রকাশ করে না জনগণের সামনে। এবং কি তার ব্যক্তিগত জীবনের কথা খুব বেশি তথ্য পাওয়া যায় না। বিল গেট শুধু তার দৃষ্টিভঙ্গি সঠিক পরিমাণ, কাজ কর্মে মানবতা, মানুষের প্রতি নৈতিকতা, ভালোবাসা,ও সমাজ সেবার প্রতি তিনি আগ্রহ ও বিশ্বাস প্রতিফলন করেন মানুষের সামনে।
বিল গেটস এর সকল প্রতিষ্ঠানের নাম কি-কিঃ
বিল গেট তার জীবনে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। এবং তিনি বেশ কয়েকটি সকল ব্যবসায়ী উদ্যোগের পরিচালনা করেছেন। যাতে করে তার প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত ব্যবসায়ী জীবনযাপন খুব সহজে করতে পারেন টা নিম্নরূপ...।
মাইক্রোসফট করপোরেশনঃ
বিল গেটস এ মাইক্রোসফট ১৯৭৫ সালে অ্যালেনের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের বিখ্যাত সফটওয়্যার কোম্পানি। এবং বিভিন্ন ধরনের পণ্য গুলির মধ্যে রয়েছে তার বিশ্ব বিখ্যাত উইন্ডোজ অপারেটিং সিস্টেম। যা মাইক্রোসফট অফিস এবং বিভিন্ন ধরনের গেমিং কনসোলের জন্য কাজ করে থাকে।
মেলিন্ডা গেটস ফাউন্ডেশনঃ
২০০০ সালের দিকে বিল গেটস তার স্ত্রীর জন্য একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং এটি বিশ্বব্যাপী সংস্থা, শিক্ষা,এবং দারিদ্র মানুষদের উপকারের জন্য কাজ করে থাকে এই ফাউন্ডেশনটি। এই ফাউন্ডেশন টি বিশ্বের বিখ্যাত প্রাইভেট চেরিটি মানুষের উপকার করার জন্য কাজ করে থাকেন। এই ফাউন্ডেশটি বিশ্বের শেষ্ঠতম মধ্য একটি।
ব্রেকথ্রু এনার্জিঃ
২০১৫ সালের বিল গেটস ব্রেকথ্রু এনার্জি প্রতিষ্ঠা করে থাকেন। এটি একটি শক্তিশালী বিনি নিয়োগ পরিচ্ছন্ন উদ্বোধন। যা জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করতে সক্ষম।
টেরা পাওয়ারঃ
টেরা পাওয়ার হলো একটি নিউক্লিয়ার শক্তি গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান যা ২০০৬ সালে বিল গেটস প্রতিষ্ঠিত করেছিলেন এই টেরা কোম্পানি। এই কোম্পানির কাজ হল নিরাপদ এবং কার্যকর নিয়োগ শক্তির উদ্বোধন করা হয়। যাতে করে মানুষ সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
গেটস ভেঞ্জারসঃ
গেটস ভেঞ্জরস হলো বল গেটসের নিজের অফিস যেখানে তিনি বিভিন্ন ধরনের ব্যবসায়িক উদ্দ্যেগ ও নতুন নতুন প্রযুক্তির পরিকল্পনা করে থাকেন।
বিল গেটস এর সন্তান কতটা আছেঃ
বিল গেটস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তি। তিনি তার জীবনে সব কিছু নিজের চেষ্টা দিয়ে সব কিছু করতে সক্ষম হয়েছেন। বিল গেটসের স্ত্রী হচ্ছে মেলিন্ডা এবং তাদের ৩ টি সন্তান আছে। যথাঃ
বিল-গেটস-এর-কতটা-সন্তান-আছে |
- জেনিফার ক্যাথারিন গেটস এর জন্ম হয়েছে ১৯৬৬ সালে ২৬ এপ্রিল।
- ররি জন গেটস এর জন্ম হয়েছে ২৩ মে ১৯৯৯।
- ফোব আডেল গেটস এর জন্ম হয়েছে ২০০২ সালের ১৪ সেপ্টেম্বর।
বিল গেটস এর বউঃ
বিল গেটসের প্রন্তান স্ত্রী ফ্রেঞ্চ গেটস ( Melinda French Gates) তাদের বিয়ে হয়েছিল ১৯৯৪ সালে ১ই জানুয়ারি মেরিন্ডা একজন প্রভাবশালী ব্যবসায়ী সমাজসেবক ও একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠানের সভাপ্রতিষ্ঠা ছিলেন। তারা তিনটি সন্তানসহ একটি দীর্ঘ সময় ধরে হাসি খুশী জীবন কাটিয়ে আসছেন।
বিল-গেটস-এর-বউ |
এর সাথে সাথে ২০২১ সালে মে মাসে বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। তবে তারা ঘোষণা দেন যে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তাদের একত্রে কাজ অবৈধ থাকবে। কিন্তু তারা তাদের সমাজসেবা কর্মকাণ্ড চালিয়ে যাবেন। সমাজসেবা কাজে তাদের নিজের ব্যক্তিগত জীবন কখনো নিয়ে আসবেন না।
বিল গেটস বেশি পরিমাণ টাকা কোন কোম্পানি থেকে আয় করেনঃ
বিল গেটস হচ্ছে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির মধ্যে একজন। তার সম্পদের একটি বড় ধরনের অংশ তিনি আয় করে থাকেন মাইক্রোসফট থেকে। যিনি এটি ১৯৭৫ সাল পল অ্যালেনের সাথে মিলিত হয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এই মাইক্রোসফট এর শেয়ারের মূল্য আসমান ছোঁয়া । এবং কোম্পানির সফলতা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিণতি দিয়েছে। তবে বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানি ছাড়া আরও তিনি ব্যবসায়ী জীবনে লাভবান টাকা আয় করে থাকেন তার নিম্নে দেওয়া হল...।
অন্যান্য আয় করার উৎসঃ
ক্যাসকেড ইনভেস্টমেন্টঃ বিল গেটস তার ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়োগ প্রতিষ্ঠান করে রেখেছেন। যা বিভিন্ন শিল্পে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ হোটেল,রেস্টুরেন্ট, রিয়েল এস্টেটমেন্ট, ও আরো বিভিন্ন ধরনের কোম্পানির সাথে তিনি যুক্ত আছেন যেটি থেকে তার আয় বাড়তে থাকে।
বিল-গেটস-এর-কোম্পানি |
ব্রেকথ্রু এনার্জিঃ এই ব্রেকথ্রু এনার্জির কাজ হচ্ছে পরিচ্ছন্ন শক্তি উদ্বোধন করে জলবায়ুর পরিবর্তন মোকাবিলার করার উদ্দেশ্যে এই ব্রেকথ্রু এনার্জি ব্যবহার করা হয়। এ প্রতিষ্ঠান বিল গেটসের উল্লেখযোগ্য আয়ের মান বাড়িয়ে তোলে।
আরো পড়ুনঃ ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন কাহিনী কতটা কষ্টকর ছিলো?
গেটস ভেঙ্কারোসঃ বিল গেটসের নিজের অফিস এবং বিভিন্ন ব্যবসায়ীর উদ্যোগ এবং কি করলে ভালো হবে। কোন জিনিসটা নিয়ে সামনে আগানো যাবে। এসব তর্ক-বিতর্ক বিকল্প পরিকল্পনা সবকিছু এই অফিসে করা হয়।
এক কথায় বলা যায় যে বিল গেটস তার মাইক্রোসফট থেকে প্রাথমিকভাবে সবথেকে বেশি আগে করেছেন এবং তিনি এটি বিভিন্ন বিনিয়োগ এবং ব্যবসায়িক উদ্যোগগুলো থেকে পুরোটাই আলাদা পরিমাণে আয় করে থাকেন।
লেখকের মক্তব্যঃ
বিল গেটস কত টাকার মালিক ও সাথে আমরা জানলাম যে বিল গেটস এর জীবন সফলতার গল্প কি ধরনের ছিল। আসা করি যে বিল হেটসকে নিয়ে আপনাদের সব কিছু বিস্তারিত জানা হয়েছে। যদি এই ব্লাগটি পরে আপনাদের ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই এটি আপনাদের প্রিয় মানুষের কাছে শেয়ার করেবন।
আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন......www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url