ভিটামিন সি সিরাম এর কাজ কি - ভিটামিন সি সিরাম এর ব্যবহার? বিস্তারিত জানুন?
ভিটামিন সি সিরাম এর কাজ কি তা আজকে আমরা জানবো ও তার সাথে এটাও জানবো যে ভিটামিন সি সিরাম এর উপকারিতা কি। এই গুলো ব্যবহার করলে আমাদের কি উপকার হয়?
ভূমিকাঃ
ভিটামিন সি সিরাম এর কাজ কি মূল্যত এর কাজ আমরা সবাই জানি না। এর কাজ আমাদের মুখের ত্বককে ন্যচ্রাল সুন্দর ও কালো দাগ, বরণ, আরো বিভিন্ন ধরনের ডার্গ ইস্পট থেকে আমাদের ফেস্কে ক্লিন করে থাকে।
ভিটামিন সি সিরাম এর কাজ কি |
তাই আমরা আজকে ভিটামিন সি সিরাম সম্পর্কে ভালো করে জানবো ও তার সাথে এটাও জানবো যে সব ধরনের মুখের দাগ থেকে কি কি সিরামিন ব্যবহার করলে আমাদের জন্য ভাল হবে।
ভিটামিন সি সিরাম এর কাজ কিঃ
ভিটামিন সি সি রাম এর কাজ হল এটি একটি ত্বকের যত্নে ব্যবহৃত প্রোডাক্ট যা ভিটামিন সি এর প্রভাবকে ত্বকের উপর প্রয়োগ করে। এটি সাধারণত একটি তরল আকারে আসে এবং সরাসরি ত্বকের প্রয়োগ করা হয়। ভিটামিন সি সিরাম এটি ত্বকের যত্নে খুবই গুরুত্বপূর্ণ এটি ব্যবহার করলে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে। বলিরেখা কমাতে সাহায্য করে, এবং সূর্যের ক্ষতি থেকে আমাদের স্কিনে রক্ষা করে।
ভিটামিন সি সিরাম এর ত্বকের যত্ন |
ভিটামিন সি সিরাম ব্যবহার করলে আপনাকে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে। ভিটামিন সি সিরাম ব্যবহার করে রোদে বের হলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তাই সানস্ক্রিম ব্যবহার করে থাকলে যে কোন ধরনের ক্ষতি থেকে মুক্তি পাওয়া যায়।
ভিটামিন সি সিরাম এর প্রকারভেদঃ
ভিটামিন সি সিরাম বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয় যেমন ফলের নির্যাস। ভিটামিন সি সিরাম একটি কৃত্রিম ভিটামিন কেমিক্যাল প্রক্রিয়া দ্বারা তৈরি হয়ে থাকে। এটি আপনি দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন সি সিরাম পাওয়া যায়। আপনাকে দেখতে হবে যে আপনার কি ধরনের মুখে সমস্যা আছে। সেই অনুযায়ী আপনাকে ভিটামিন সি সিরাম নিতে হবে। যেমন,, ৫%১০%২০% ইত্যাদি। এগুলো আপনি আপনার ত্বকের সমস্যা অনুযায়ী বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন।
ভিটামিন সি সিরাম ব্রণ দূর করার উপায় |
ভিটামিন সি সিরাম এর কার্জকারিতাঃ
ভিটামিন সি সিরাম ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করতে সাহায্য করে। চোখের নিচে কালো দাগ ছোট ছোট বরণ ঘামাচি ও গালে ব্রণের ভেদ করা গুদি গুদি ফুটো হয়ে গেছে। সে সবকিছু দিনের মধ্যেই ভিটামিন সি সিরাম ত্বককে পুরো ন্যাচারাল ও গ্লো করে তোলে। এর মধ্যে পাওয়া যায় হায়ারনুরনিক অ্যাসিড, ভিটামিন ই, এবং ফেরিলিড মিশিয়ে ভিটামিন সি সিরাম তৈরি করা হয় যা ত্বকের জন্য খুবই সুবিধাজনক।
ভিটামিন সি সিরাম এর ব্যবহার বিধিঃ
ভিটামিন সি সিরাম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মুক্ত মৌল থেকে তক্তে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ভিটামিন সি সিরাম। ব্যবহার করার আগে আপনার ত্বককে ভালোভাবে পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর ভিটামিন সি সিরাম আপনার ত্বকে ব্যবহার করতে পারবেন। ভিটামিনটি মুখে মাখার পর আলতো করে আস্তে আস্তে ম্যাসাজ করুন ফেসের উপর। সিরাম শোষনের পরে, একটি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
ভিটামিন সি সিরাম এর ব্যবহার |
আর হ্যাঁ ভিটামিন সি সিরাম ব্যবহার করলে সানস্ক্রিম ব্যবহার করতে কখনো ভুলবেন না কারণ ভিটামিন সি ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে না। রক্ষা করে সানস্ক্রিম যা ভিটামিন সি সিরাম ব্যবহার করতে হবে। ভিটামিন সিরাম ব্যবহার করার ক্ষেত্রে ত্বকের জ্বালা অনুভব একটু হতে পারে। শুধু শুরুর দিকে তারপরে লালচে ভাব দেখা যেতে পারে। কিন্তু এসব কিছু আস্তে আস্তে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ভিটামিন সি সিরাম ব্যবহারের ফলে। আপনার কাজ যদি সংবেদনশীল হয় তাহলে আপনি ভিটামিন সি সিরাম খুবই সহজে ঘনত্বের সাথে ব্যবহার করতে পারবেন।
নেনসিনেমাইন্ড সিরাম এর কাজ কিঃ
নেনসিনেমাইন্ড একটি সিরাম যা ত্বকের যত্নের নেওয়ার জন্য মুখে ব্যবহার করা হয়। এই সিরামে ভিটামিন বি ৩ ক্যামিকেল রয়েছে যা উৎপাদনের উপরে ভিত্তি করে তৈরি করা ম্যান সিনেমাইন্ড সিরাম ত্বকের স্বাস্থ্যের জন্য উদ্যোগ উজ্জ্বল রাখতে সাহায্য করে। ত্বকের মধ্যে ব্রণ কালচে ভাব ও বিভিন্ন ধরনের ছোট ছোট দানা জাতীয় ব্রণ থেকে ত্বককে নরম ও ফর্সা করতে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে।
নেনসিনেমাইন্ড সিরাম এর কাজ কি |
নেনসিনেমাইন্ড এর গুরুত্বঃ
নেনসিনেমাইন্ড সিরাম এটি আমাদের ত্বক যত্ন নেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি আমাদের মুখের ব্রণ রোদের পড়া কালচে দাগ ও অমসৃন ইত্যাদি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই নেনসিনেমাইন্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমনঃ ৫%১০% ও ২০% প্রজন্ত হয়ে থাকে। সেটি আপনাকে বেক্সহে নিতে হবে যে আপনার ত্নকের জন্য কোনটা কিনলে ভালো হবে। সাধারণত দেখা গেছে হে নেনসিনেমাইন্ড ব্যবহারের ফলে ত্বকের বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এর সাথে মিশে থাকে হায়ালুরনিক অয়াসিড,জিংক, ও ভিটামিন সি রয়েছে।
নেনসিনেমাইন্ড সিরাম এর উপকারিতাঃ
আপনার যদি ত্বক তেলযুক্ত হয় বা ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ ইত্যাদি থাকে। তাহলে আপনাকে নেনসিনেমাইন্ড সিরাম ব্যবহার করা উচিত। এর ব্যবহারের ফলে আপনার মুখে যত ধরনের দাগ বা ব্রণ আছে। সব কিছু রেমুভ ও ত্বকে উজ্জ্বল করে তুলবে। নেনসিনেমাইন্ড সিরাম মুখের মেলানিন কমাতে সাহাজ্য করে। এবং কি পিগমেন্টেশন কমায়। এবং ত্বকে আরো উজ্জ্বল করে তোলে। আর হ্যাঁ এই নেনসিনেমাইন্ড সিরাম ব্যবহার করলে আপনাকে সান্সক্রিম প্রয়োগ করতে ভুলবেন না।
নেনসিনেমাইন্ড সিরাম ব্যবহার করে মুখ উজ্জ্বল |
হাইলুরোনিক সিরাম এর কাজ কিঃ
ভিটামিন সি সিরাম এর প্রকারভেদ হলো হাইলুরোনিক সিরাম। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিরাম আমাদের ফেস ক্লিন ও সুস্থ্য রাখার জন্য। এর মধ্য থাকা হাইড্রেট, মসৃণ ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহাজ্য করে থাকে এই হাইলুরোনিক সিরামে।
হাইলুরোনিক সিরাম এর কাজ |
এই হাইলুরোনিক সিরামে ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যে হাইলুরোনিক সিরামে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যার যেমন সমস্যা। সে তেমন ভাবে ব্যবহার করে থাকে। এর পার্সেন্ট হলো ১%২% ও ৫% দ্বারা এটি মানুষ ব্যবহার করে থাকে। এখান থেকে আপনাকে বেঁছে নিতে হবে যে আপনার জন্য কোনটা ভালো হবে।
হাইলুরোনিক সিরাম এর উপকারিতাঃ
হাইলুরোনিক সিরামে বিভিন্ন ধরনের উপাদান ও ভিটামিন দ্বারা তৈরি করা হয়ে থাকে। যেমনঃ ভিটামিন সি, ভিটামিন ই, ও পেপটাইড এর সাথে মেশানো থাকে। যা আমাদের ত্বককে ভিবিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে। হাইলুরোনিক সিরামে ত্বকের আর্দ্রতা কমাতে সাহাজ্য করে। ত্বকে কোমল রাখে।
হাইলুরোনিক সিরাম এর উপকারিতা |
গভীর আর্দ্রতা প্রদান করাঃ
হাইলুরোনিক সিরাম ত্বকের ভিতরে গিয়ে পৌঁচ্ছায় এবং কি এই হাইলুরোনিক সিরামে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব দূর করে। এই হাইলুরোনিক সিরামে ব্যবহারের ফলে ত্বকে বার্ধক্যজনিত লক্ষণগুলি বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহাজ্য করে।
হাইলুরোনিক সিরাম এর ব্যবহার বিধিঃ
হাইলুরোনিক সিরাম তখন ব্যবহার করবেন যখন আপনার ত্বকে অনেক ধরনের কালো দাগ, ডারই স্কিন,বা মুখে বিভিন্ন ধরনের কালচে দাগ থাকে। তাহলে আপনি এই হাইলুরোনিক সিরাম ব্যবহার করতে পারেন। হাইলুরোনিক সিরাম দ্বারা মুখের উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনে। মুখকে করে তোলে ফর্সা।আর এটি ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে সান্সক্রিম ব্যবহার করতে হবে আপনাকে।
না হলে কিন্তু আপনার রোদে থাকার কারণে মুখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এ ছাড়া আপনি এই হাইলুরোনিক সিরাম রাতে ব্যবহার করতে পারেন। রাতে ব্যবহার করাটা বেস্ট। তাতে করে কোন ধরনের সমস্যা হবে না । হাইলুরোনিক সিরাম একটি খুবই উপকারি একটি প্রডাক্ট। যা খুব অল্প সময়ের মধ্য আমাদের বছর আগেরকার সমস্যা দূর করতে সক্ষম।
রেটিনাল সিরাম এর কাজ কিঃ
রেটিনোল সিরাম এটি একটি ত্বকের যত্নের ব্যবহৃত প্রোডাক্ট এটি সাধারণত চেহারা গুলো করতে বৃদ্ধি হাইড্রোজেন বজায় রাখতে সাহায্য করে। ত্বকের বিভিন্ন তাক তুলতে সক্ষম এবং সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করে এই রেটিনল সিরাম। রেটিনাল সিরাম এই সিরিয়ালটি বর্তমানে ব্রণ দূর করার জন্য ব্রণের মিছিমিছি দাগ দূর করার জন্য বেশ উপকারী সিরাম। এ রিটেনাল ব্রনের লেগে খুবই কার্যকারিতা। রেটিনাল সিরাম ব্যবহারের ফলে ত্বকের ছিদ্র গুলি পরিষ্কার হয়। এবং মুখ থেকে তেল তেল ভাব দূর করে যার ফলে ব্রণ কমে আসে।
রেটিনাল সিরাম এর কাজ কি |
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিঃ
রেটিনাল সিরাম ত্বকের মৃত্যু কোষগুলি সরে দিয়ে এবং নতুন কোষের প্রজন্ম দেয় আমাদের শরীর ও মুখমন্ডলে। যার ফলে আমাদের ত্বকে একটি কোমলতা ভাব আসে এই রেটিনোল সিরাম ব্যবহারের ফলে। রোটেনাল সিরাম এর ব্যবহারের ফলে ত্বকের বড় ছিদ্র গুলি সংকুচিত হতে সাহায্য করে যার ফলে আমাদের মুখমন্ডলে মসৃন দেখায় এবং ছিদ্রজনিত সমস্যা গুলি কমে যায় এবং আমাদের মুখে আরো উজ্জ্বলগ্ন করে তোলে।
ত্বকের পিগমেন্টেশন কমানোঃ
রেটিন অল সিরাম মূলত আমরা ব্যবহার করে থাকি আমাদের ফেস ক্লিন উজ্জ্বল ও বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধান করার জন্য। আজকের দিনে দেখা যায় অনেকে বর্তমানে ছেলেদের মুখমন্ডলে বিভিন্ন ধরনের লালচে দাগ ব্রণের দাগ ও বিভিন্ন ধরনের ব্রণ হয়ে থাকে। এগুলো সমস্যার সমাধান থেকে বাঁচার জন্য আমাদের কিছু সিরাম ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে আপনার যদি তকে পুরাতন দাগ থাকে ব্রণের কালো কালো দাগ থাকে এছাড়া আপনি যদি ওয়েলি ফেস থাকে তাহলে আপনি এই রেতিনোল সিরাম ব্যবহার করতে পারেন।
স্যালসালিক সিরাম এর কাজ কিঃ
স্যালসালিক সিরাম হল একটি ত্বকের যত্নের চাবিকাঠি বলা যেতে পারে। কেননা এই সিরাম বিভিন্ন ধরনের ফেস থেকে বিভিন্ন ধরনের কালো দাগ ব্রণ ইত্যাদি সব ধরনের দাগ তুলতে সক্ষম। এটি সাধারণত ব্রণ, ব্ল্যাকহেড, ও ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে থাকে। সেলসেলিক এসিড এর কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো জেনে নিন,,
ব্রণ ও ব্ল্যাকহেডসঃ
স্যালসালিক সিরাম এর কাজ |
সালফিলিক শ্রীরাম ত্বকের খুদি খুদি ছিদ্রগুলোতে গিয়ে জমা হয় এবং সেখান থেকে এই সিরাম তেল-ময়লা ও মৃত্যু কোষ জনিত পরিষ্কার করে থাকে। যার ফলে ব্রণ হবার সম্ভাবনা কমে যায়। এটি ত্বকের ছিদ্র গুলি খুলে দেয় এবং ভিতরে যে ব্রণের সমস্যার সমাধান করে। সালফালিক সিরাম আপনার মুখের সব ধরনের দাগ ব্রণ সবকিছু তুলতে সাহায্য করবে এই সেনসিলিক সিরাম। এই স্যালিসিলিক সিরাম হয়েইথেডস দূর করতে সাহায্য করে থাকে। এই সিরাম এর ব্যবহারের ফলে আমাদের ফেসে গভীরে প্রবেশ করে এবং আমাদের পেইজ থেকে ব্ল্যাকহেডস অপসারণ করে দূর করার সাহায্য করে।
কালো ও লালচে ভাব দূর করাঃ
ত্বকের তেল ও ব্রণ নিয়ন্ত্রণ করতে বেশিরভাগ সক্ষম এই শ্রীরাম দ্বারা লালচে ভাব আস্তে আস্তে উঠতে শুরু করে এটি ত্বককে শান্ত প্রশান্ত রাখে এবং এর কাজ দ্বারা মাত্র তিন মাসের মধ্যে আপনি ফলাফল পাবেন আপনার চেহারা আরও গ্লো উজ্জ্বল হয়ে উঠবে।
স্যালসালিক সিরাম এর ব্যবহার বিধিঃ
স্যালসালিক সিরাম হচ্ছে ছেলেদের ব্যবহারের জন্য এক ধরনের জাদুর কারসাজি বলা যেতে পারে। কেননা স্যালসালিক সিরাম দ্বারা যত আগেকার দিনের দাগ বা ব্রণ বা ওয়লি স্কিন থাকুক না কেন। এই স্যালসালিক সিরাম দ্বারা সেটি আস্তে আস্তে সব কিছু সমাধান হয়ে আসে। এবং আপনার ফেসে যদি ডার্গ স্ক্রিন থাকে বা ব্রণ থাকে বা ফেঁসে গুদি গুদি ফুসরী থাকে সবকিছু রিমুভ করতে বা সমাধান করতে সক্ষম হয়েছে স্যালসালিক সিরাম।
স্যালসালিক সিরাম এর ব্যবহার |
তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যদি এটা সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা অবশ্যই একটা ভালো কিছু ফল পাবেন আর হ্যাঁ একটা জিনিস বলে রাখি যে।স্যালসালিক সিরাম যেটাই ব্যবহার করেন না কেন বাইরে যেতে হলে আপনাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে। ভিটামিন সি সিরাম সানস্ক্রিম ব্যবহারের ফলে আপনি যেকোন সিরামের ভালো ফলাফল পেতে পারেন। এজন্য মনে রাখবেন সিরাম ব্যবহার করার সময় সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
লেখকের মক্তব্যঃ
ভিটামিন সি সিরাম এর কাজ কি ও ভিটামিন সি সিরাম এর উপকারিতা কি তা মার বিস্তারিত সব কিছু জানলাম। সিরাম খুবই উপকারি আমাদের মুখমন্ডলের জন্য। ফেস ক্লিন রাখতে ভিটামিন সিরাম অনেক বেশী কার্জকর।
তাই আমাদের রেগুলার সিরাম ব্যবহার করা উচিত।
আপনাদের আরো কিছু জানতে বা শিখতে চাইলে ভিজিট করুন......www.stylishsm.com
( আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )
স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।
comment url