জীবনে সফল হবার উপাই কি? বিস্তারিত জেনে নিন?


জীবনে সফল হবার উপাই কি এবং কি ভাবে সেটি আপনি আপনার আত্তে আনবেন। সেটি নিয়ে আজকে আমাদের আপনাদের সাথে আলোচনা করবো। আপনারা হইতো অনেক যাইগাই গিয়ে ঠগেছেন। জীবনের মানে কি সেটা ভালভাবে বুঝতে পেরেছেন। 

জীবনে সফল হবার উপাই কি যতটা আমরা সহজ ভাবি ততটা সহজ হয় না আমাদের জীবনে। তাই সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন আমাদের এই সুন্দর একটি ব্লগ থেকে।

ভূমিকাঃ

জীবনে সফল হবার উপাই কি এটা আমাদের জীবনে কমবেশি সব মানুষের জানা একটি বিষয়। কিন্তু অনেক বার দেখা যায় আমাদের কিছু ভুলের জন্য সেটির সাথে আমরা পরিচয় হতে পারি না। আমরা কি কখনো ভেবে দেখিছি যে। এটি আমাদের সাথে কেনো হয়ে থাকে। তাই সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন?


প্রথম কথা হলো যে আমাদের জীবন প্যাক্টিক্যাল ভাবে সময়ের উপর নিধারন করে চলে থাকে। প্যাক্টিক্যালি যদি বলি তাহলে কথা হলো যে আমরা কি সফল হবার উপাই কি তা আজ প্রযন্ত সঠিক ভাবে জেনেছি ? না, আমরা আমাদের জীবনে অনেক কিছু মিস করছি । যেটির কারণে আমরা হইতো অনেক কিছু কাজ করার পরার্মশ ভুল করে থাকি।

যেটির কারণে হয়তো আমরা সফলের মুখ দেখতে পারি না। আর এটাই আমাদের প্রথম ইস্টেপ যে কোথায় কোন কাজের ক্ষেত্রে আমাদের কোথাই ভুল হছে কি না সেটা আগে ভালভাবে দেখতে হবে। পৃথিবীর প্রত্যকটি ব্যাক্তি তার নিজের জীবনে সফল হতে চাই। জীবনে সফল হবার উপাই কি এটি বুঝতে চাই। আর সফল এমন একটা জিনিস যেটি সবার জীবনে থাকা প্রয়োজন।

আর না থাকলে মনে হয় যেন জীবন যুদ্ধে আমার জীবন বৃথা হয়ে দাঁড়িয়েছে। তাই সবাইকে তাঁর নিজের জীবনে সফল হাওয়া আতন্ত্য প্রয়োজন।


জীবনে সফল হবার উপাই কি
জীবনে সফল হবার উপাই কি

জীবনে সফল হবার উপাই কিঃ

জীবনে সফল হবার উপাই কি এবং সফল হবা কেন জরুরি ? সেটা আপনাকে আব্যশই জানতে হবে। কেননা আজকের যুগে কোনো ব্যাক্তি যদি কোনো দিক দিয়ে সফল না হয় । তাহলে আপনাকে কোনো মানুষ বা কোনো ব্যাক্তি মূল্য দিবে না। কোনো সোসাইটি সম্মান দিবে না। মানুষ বিভিন্ন ধরনের চোখে দেখবে । জীবনে সফল হবার দিক মালা থাকে।

শুধু সঠিক পরিমানের আপনাকে কিছু উক্তি জানতে হবে। । সফল জিনিসটি বেশির ভাগ ঘটে থাকে একটা ছেলের জীবনে। ছেলে যদি সফল না হতে পারে । তাহলে তার কোনো মূল্য নেই আমাদের সমাজে। কোনো ধরনের সম্মান আসা করা যাই না।

কেউ কারো কাছে মুখ তুলে দাডাতে পারে না । তাই সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন?  আসা করি আপনার জীবনে অনেক কাজে লাগবে।

সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিনঃ

সফল কথাটি হলো যে এটি শুধু একটি বিন্দু পরিমানের শব্দ। এ ছাডা আমরা যদি প্যাক্টিক্যাল ভাবে
দেখতে যাই। তাহলে আমরা দেখতে পাবো যে এই সফলতা কথাটার পিছনে লুকিয়ে আছে। হাজারও কষ্টের কথা। কিছু চোখের পানির সাথে মিশে আছে এই সফলতার কথা। তাই একটা কথা হলো যে জীবনে সফল হবার উপাই কি তা জেনেও আপনি যদি চুপচাপ বসে থাকো।

তাহলে কিন্তু চলবে না। জীবনে চলতে হলে সবার আগে নিজেকে ভালভাবে প্রস্তত করতে হবে। আমি কেন কোনো কাজে সফল হতে পারছি না আগে সেটা ভালভাবে বুঝতে হবে। তাঁরপর একবার নিজেকে বুঝে নিতে পারলে।

পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আটকাতে পারব না । তাই জীবনে সফল হবার উপাই কি ও সফল হবার জন্য কোন কাজ থেকে বিরতি রাখতে হবে। ও সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন? যে কি করলে ভালো হবে আমার জীবনে। তা নিম্নরূপ......।

  • কোনো কাজে আজুহাত দেখানো যাবে না।
  • নিজের কাছ থেকে এই আজুহাতকে দূরে রাখা শিখতে হবে।
  • প্রত্যেক দিন নতুন কিছু করার চেষ্টা করো।
  • জীবনকে নতুন করে সময়ের সাথে চলতে শিখো।
  • সব সময় নতুন কিছু চিন্তা ভাবনা রাখতে হবে।
  • দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে।
  • জীবনে বড় কিছু করতে হলে বড়দের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।
  • নিজের মধ্যে জীবনে কিছু করে দেখানোর ক্ষমতা বাড়িয়ে তুতলে হবে
  • আর নিজের উপর আত্নবিশ্বাস সব সময় রাখতে হবে
  • যাতে কোনো মানুষ আমাকে আমার স্বপ্ন থেকে দূরে না করতে পারে। 

জীবনের কিছু বাস্তবতার কথাঃ

সাধারণত আমাদের জীবন চলে থাকে প্যাক্টিক্যালি ও ব্যাস্তবতার সময়ের ওপর নিধারন করে । সেটা আমরা কম বেশী সবাই জেনে থাকি । আমাদের জীবনে আমরা আস্তে আস্তে যত বড় হয়। তত মনে হয় যে আমাদের জীবন আরো কঠিন হয়ে পড়ে। আর মানুষ জাতি ব্যাস্তবতার চেয়ে কল্পনার দুনিয়াই থাকতে বেশী পছন্দ করে থাকে।

দেখা যাই যে কল্পনার দুনিয়া মানুষকে স্বপ্ন দেখায় । আর ব্যাস্তবতার দুনিয়া মানুষকে প্যাক্টিক্যালি বোঝায়। যে আসলে আমাদের জীবনকে আমরা যত সহজ ভাবি। তত সহজ ব্যাস্তবতা হয় না। আর মানুষকে সব সময় ব্যাস্তবতা মেনে চলতে হয় এবং কি এটা মেনে নেওয়া মানুষের জন্য ভালো দিক  হিসাবে প্রমানিত হয়।

জীবনে কি করা উচিতঃ

আপনাদেরকে জানানোর জন্য আগেই বলে দিয়েছি যে আমাদের জীবন প্যাক্টিক্যালি চলে। আর এটা মেনে নিতে হবে যে আমাদের জীবনে অনেক ধরনের সম্যাসা দিয়ে ভর্তি হয়ে আছে। এখন সেটা কি ভাবে পূরণ করা যাই। সেটি নিয়ে আমাদেরকে ভাবতে শুরু করতে হবে।

জীবন কি আর শুধু ভাবলে পরে চলে ? না । চলে না জীবনকে গড়ে তোলার বিভিন্ন প্রদ্ধতি জানতে হয় । জীবনে সফল হবার উপাই কি তাঁর মানে বুঝতে হয় । আমরা আগেই বলেছি যে আমাদের জীবন সময়ের ওপর নিধারন করে চলে। তাই আপনার যেটা ভাল মনে হয়। আপনি সেটা করেন জীবনে সফল হবার দিক মালা থাকে। শুধু একটু ভেবে দেখেন।

কিন্তু আমাদের ভাবতে ভাবতে দিন ও সময় চলে যাই যে আমরা কি করবো । বা কি করলে আমাদের এই জীবন ব্যাস্তুবতার সাথে নিধারন করে চলবে। তাই আর সময় নষ্ট না করে । আজ থেকেই শুরু করুন আপনের স্বপ্নের জীবন। যেটা করার আপনার সাহস আছে। দেখান কিছু পৃথিবীকে যে আমি ও পারি। 

জীবনকে সফল করার সঠিক নিয়োমঃ

জীবনে সফল হবার উপাই ও সফল হবার উক্তি জেনে কি লাভ। এই কথাটি তারাই বলবে যারা কোনো দিক দিয়ে সফল হতে চাই না । আমাদের সোসাইটিতে এই রকম মানুষ আছে । যারা অন্যর ভালো দেখতে পারে না । মানুষকে দেখে হিংসা করে । কিন্তু জীবনের পথে চলতে গিয়ে এই রকম মানুষের সাথে আমাদের দেখা প্রায় কম বেশী সবারি আছে।

তাই মানুষ কি করছে। কি বলছে সেটা দেখার আপনার কোনো দরকার নেই। আমার জীবন আমাকে সফল করতে হইবে । সফল হবা ওত সহজ নয় । জতটা আমরা ভেবে থাকি । কিন্তু আবার ওতো কঠিন নয় । জীবনকে সফল করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে । কে কোনো কাজে হক না কেন। জীবনে কোনো কাজ ছোট হয় না।
 
তাই জীবনকে সঠিক নিয়োমে সফল করতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আর নিজের ওপর বিশ্বস রাখতে হবে । তাহলে দেখবেন আপনি একদিন ঠিক সফল হয়ে যাবেন।

জীবনে কি করা উচিত ব্যবসা না চাকর্রিঃ

প্রথম কথা হলো যে দেখেন জীবন আপনার । তাই প্রথমে এটা আপনাকে আগে ভাবতে হবে যে আপনার জন্য কোনটি করলে ভাল হয় । সেটি নিয়ে আপনাকে আগে গবেষণা করতে হবে । তাঁর পরে আপনাকে বুঝতে হবে যে। আমার মন কি চাই । আগে নিজের মন এবং মান্ডকে ঠান্ডা করে ভেবে নিন । তাঁর পরে ডিসিশোন নিন । যে আপনি চাকরি করবেন।

নাহ অন্য কিছু করে নিজের জীবন গড়াতে চান। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। যে আমার জন্য কোনটা করলে ভালো হয় । জীবনে সফল হবার উপাই কি তা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে। আপনার জন্য কোনটা করলে ভাল হবে। চাকরি করে ও মানুষ তাদের জীবন নিধারন করছে। আপনার যদি বেশী পরিমানে চাপ নিতে পারছি না।

তাহলে আপনি জব করতে পারেন। জব করে মানুষ তাঁর জীবনকে নিধারন করতে পারে। । আর আপনার যদি টাকা ইনকাম করার জেদ থাকে। যদি মনে করেন যে আমি সবার থেকে কিছু আলাদা করবো। তাহলে জীবনে ব্যাবসা করেন আবশ্যই। বাবসা হলো ভাগ্যর চাবিকাঠি। ব্যবসা করলে হয়তো শুরু শুরুতে অনেক ধরনের সম্যাসা হয়ে দাড়াই।

কিন্তু কিছু দিন আপনি যদি সেই পরিস্তিতির মোকাবেলা করতে পারেন। তাহলে আপনি সাকসেস আপনার জীবনে। চাকরি করলে আপনি টাকা পাবেন। কিন্তু একটু সাহস করে যদি কোনো ব্যবসা করেন। তাহলে দেখবেন আপনি টাকাতো পাবেন। তাঁর সাথে আরো লাভ জনক বহু জিনিস পেয়ে যাবেন। চাকরির টাকা দিয়ে আপনি কিছু পরিমানের শখ বিলাসা পূরণ করতে পারবেন।

আর তাঁর সাথে যদি আপনি এই ব্যাবসার টাকাটা সাথে নিয়ে আপনের জীবন নিজের মত গড়াতে পারবেন। তাই জীবনে এই দুইটা জিনিস করা সবারই দরকার। যার যেটা পছন্দ আপনারা সেটাই করবেন। আর মনে রাখবেন যে আপনার দুনিয়ায় আপনি রাজা।  আরো সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন?

সফল হবার পর নিজের কিছু করণীয়ঃ

আপনাদেরকে আগেই বলেদি যে সফল না হলে পুরো পৃথিবীর মানুষ আপনাকে কেউ দেখতে পারবে না। কেউ আপনার সাথে ভাল ভাবে কথা পর্যন্ত বলবে না। তাই আপনি যদি জীবনে সফল হবার উপাই কি এটা জেনে থাকেন। তাহলে এই গুলো আপনার জীবনে শুরু করে দিন...

  • আপনার জীবনে কি করছেন কাওকে বলবেন না ।
  • আপনার সেলারি কতো এটা নিজকের মধ্যে রাখবেন।
  • কাওকে নিজের উকনেশ বলবেন না ।
  • যতটুকু দরকার তত টুকু কথা বলবেন ।
  • সবাইকে নিজের ভাবা ছেরে দেন ।
  • পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আপন হয় না।
  • টাকা আসলে সবাই আপনার পিছে পরবে । সেই গুলো ইঙ্গর করবেন।
  • পাডা প্রতিবেশীর কাছ থেকে দূরে থাকবেন ।
  • তাহলে দেখবেন আপনার জীবন সুখে পরিনত হয়েছে।

বাস্তবত জীবন নিয়ে কিছু বক্তব্যঃ

আমাদের আসে পাশে মানুষ যখন কল্পনার দুনিয়া ছেড়ে বাস্তবতার জীবনে যখন ফিরে আসে। তখন  আমাদের পরিবেশ ও সমাজ মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মানুষের জীবনে কিছু বছরের বিবাদ থেকে থাকে। যেমন ধরা যাই...

  • মানুষ তাঁর বিশ বছর চলে নিজের ইচ্ছা মতো।
  • ত্রিশ বছর প্রযন্ত বয়সে তাঁর বৃদ্ধির প্রমান দিতে হয়।
  • চল্লিশ বছর হলে তাকে বিভিন্ন ধরনের া আলোচনা ও বিবেচনা করার ক্ষমতা রাখতে হয়।
  • কেউ যদি জীবনকে ভালোবেসে থাকো। তাহলে সময় নষ্ট করো না।
  • জীবনের সময়টা কাজে লাগানোর চেষ্টা ও প্রচেস্টা চালিয়ে যাও।
  • কেননা আমাদের জীবনটা সময়ের বৃদ্ধি দাঁরা প্রচালিত।
  • যাদের কাছে মদ নেশা টাকা ইত্যাদি এই সব নেশা হয়ে দাড়াই। তাদের কাছে সময় একদিন ঠিক হিসাব করে নেয় বিশের মতো।
  • জীবনটা হতে পারে একটি চমৎকার স্বপ্নের মতো। যদি া আপনি ভয়কে জয় করে চলেন।

লেখকের মক্তব্যঃ

আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে জীবনে সফল হবার উপাই কি। আরো আপনেরা পড়েছেন যে সফল হবার জন্য বিখ্যাত উক্তি ও বাণী জেনে নিন। এই গুলো জানা থাকলে আপনার জীবন একটু হলেও দেখেন ব্যাতিক্রম হয়েছে।

তাহলে আপনার ডিসিশোন আপনার হতে হবে। আর আপনার যদি আমার কথা শুনে ভাল লেগে থাকে। তাহলে আমাকে আবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। তাই আসা করি আমাদের আবার দেখা হবে। আরো কিছু জানতে www.stylishsm.com এই লিঙ্কে ক্লিক করুন।









আপনার প্রিয় ব্লগার স্টাইলিশ )




































































































 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্টাইলিশ এস এম নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হবে।

comment url